ভারতে হারের দায় ব্যাটসম্যানদের!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারত ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল। পাঁচ ম্যাচের সিরিজটি ৩-১ ব্যবধানে হারে সাইফ হাসানরা। সিরিজ হারের সম্পূর্ণ দায় ব্যাটসম্যানদের দিচ্ছেন ভারত সফরে অধিনায়কত্ব করা সাইফ।
প্রতি ম্যাচেই বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিপক্ষকে নাগালে রাখতে সক্ষম হয়েছিল সফরকারীরা। কিন্তু দলের ব্যাটসম্যানরা হাতের কাছে থাকা লক্ষ্যেও দলকে পৌঁছে দিতে পারেননি। বিশেষ করে দলের টপ অর্ডারদের দোষী মানছেন সাইফ।
সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ১৯২ রানে থামিয়ে দিলেও বাংলাদেশকে থামতে হয়ে ১৫৮ রানে। সেই ম্যাচে ব্যাট রান পাননি টপ অর্ডাররা। দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়ালে ম্যাচটিতে ৫ রানের জয় পায় সাইফের দল। পরের ম্যাচ ব্যাটিং ধসে ১২৪ রানে গুঁটিয়ে যায় সফরকারীরা। চতুর্থ ম্যাচেও স্বাগতিকদের বড় লক্ষ্য দিতে ব্যর্থ হয় বাংলাদেশ।

ব্যাটসম্যানদের বাজে পারফরম্যান্সে এমন সিরিজ পার করেছে দল। সাইফের ভাষায়, 'ব্যাটসম্যানরা মানিয়ে নিতে পারেনি। আমরা কলাপ্স করে ফেলেছি। পরে ঘুরে দাঁড়ানোটা ভালো ছিল। সবমিলিয়ে ব্যাটসম্যানরা তেমন পারফরম করতে পারেনি। টপ অর্ডার যদি ভালো করত, তাহলে আরও একটা-দুইটা ম্যাচ বেশি জিততাম। বোলাররা খুব ভালো বোলিং করেছে, আর ফিল্ডিংও বেশ ভালো ছিল।'
ওপেনার হয়ে ব্যাট হাতে রান পাননি সাইফ। চার ইনিংসের একটিতে পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। ভারতে তাঁর ইনিংসগুলো যথাক্রমে ১২, ৬৪, ৭ এবং ২৭। শুধু তিনি নন, ব্যাট হাতে একেবারেই নিষ্প্রভ ছিলেন আরেক ওপেনার মেহেদী হাসান। টপ অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরীর ব্যাটও হাসেনি ভারতে।
দায় স্বীকার করে সাইফ বলেন, 'আমিসহ আমরা যারা ওখানে ছিলাম, সবাই ভালো শুরু করতে পারছিলাম। শুধু ইনিংস বড় করতে পারছিলাম না। আমরা যদি ইনিংস বড় করতাম তাহলে ফলাফল অন্যরকম হতে পারতো।
'যে ম্যাচে আমরা জিতেছি, সেখানে আমাদের উদ্বোধনী জুটি ১২ ওভারে ৬০ রান ছিল। আমার মনে হয় ওপেনিং থেকে শুরু করে আমরা তিন-চারজন যদি খেলাটা ধরতাম তাহলে ফলাফল অন্যরকম হতো।' যোগ করেন তরুণ এই ব্যাটসম্যান।
ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও বোলাররা নিজেদের সামর্থ্য দেখিয়েছেন ভারত সফরে। যা দলের ইতিবাচক দিক হিসেবে দেখছেন সাইফ।