মিরাজের ৭ উইকেটে বিধ্বস্ত শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে আগুনে বোলিং করেছেন বাংলাদেশ 'এ' দলের স্পিনার মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় চারদিনের টেস্টের প্রথম ইনিংসে লঙ্কানদের ২৬৮ রানে অলআউট করেছে মুমিনুল হকের দল।
মিরাজের বোলিং তোপে ছিন্নভিন্ন হয়েছে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ। একাই প্রতিপক্ষের ৭ উইকেট তুলে নিয়েছেন এই অফ স্পিনার। প্রথম দিন ৩ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছেন মিরাজ। দিনের প্রথম সেশনেই লঙ্কানদের গুঁড়িয়ে দিয়েছেন তিনি। তুলে নিয়েছেন আরও ৪টি উইকেট।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া শ্রীলঙ্কা 'এ' দল প্রথম দিন ২২৩ রান নিয়ে শেষ করে। পাথুম নিশাঙ্কা এবং কামিন্দু মেন্ডিসের অসাধারণ ব্যাটিংয়ে এই পুঁজি পায় দলটি। নিশাঙ্কা ৮৫ এবং কামিন্দু খেলেছেন ৬২ রানের ইনিংস।

৫ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিন শুরু করে স্বাগতিকরা। কিন্তু মিরাজের স্পিনের সামনে টিকতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। তবে দ্বিতীয় দিনে দলের এক প্রান্ত ধরে রাখেন ১৭ রান নিয়ে প্রথম দিনে অপরাজিত থাকা চারিথ আশালঙ্কা।
প্রথম দিন দুই ব্যাটসম্যান হাফ সেঞ্চুরির দেখা পেলেও দ্বিতীয় দিন কেউই পঞ্চাশের ঘর পার করতে পারেননি। আশালঙ্কা ৪৪ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। এ ছাড়া স্বাগতিকদের অধিনায়ক আশান প্রিয়াঞ্জান ২৮ এবং লাহিরু উদারা করেছেন ২০ রান।
শেষ পর্যন্ত ২৬৮ রানে থামে শ্রীলঙ্কা 'এ' দলের প্রথম ইনিংস। বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করে দুটি উইকেট তুলে নিয়েছেন তরুণ পেসার এবাদত হোসেন। একটি উইকেট পেয়েছেন সালাউদ্দিন শাকিল।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কা 'এ' দলের প্রথম ইনিংসঃ ৯০.২ ওভারে ২৬৮/১০, (পাথুম ৮৫, কামিন্দু ৬২, মিরাজ ৭/৮৪, এবাদত ২/৬২)