promotional_ad

বিদায়ী ম্যাচে লিটনদের লজ্জার হার

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শেষটাও ভালো হলো না লিটন দাস, ক্রিস গেইল, ডোয়াইন স্মিথদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে জ্যামাইকা তালাওয়াস। ৭৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়া দলটি।


আগে ব্যাটিং করা গায়ানার দেয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জ্যামাইকা। জবাব দেয়ার ইনিংসে প্রথম বলে গেইলের বোল্ড হয়ে সাজঘরে ফেরা আগাম বার্তা দেয় হারের।


শেষ পর্যন্ত ৭৯ রানে গুঁটিয়ে যায় জ্যামাইকা। মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অংকের ঘরে পা রাখতে পেরেছেন। দলের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে চেষ্টা চালিয়েছেন লিটন দাস এবং গ্লেন ফিলিপস।


ইনিংস দীর্ঘ করতে না পারায় দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি তাঁরা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ২১ রান করেছেন ডানহাতি লিটন। ২৫ বলের ইনিংসে দুটি চার মেরেছেন তিনি।



promotional_ad

ফিলিপসও সংগ্রহ করেছেন ২৮ বলে ২১ রান। বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৬.৩ ওভার সবকটি উইকেট হারিয়ে বিশাল পরাজয়ে নতি স্বীকার করে জ্যামাইকা। লেগ স্পিনার ইমরান তাহির গায়ানার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১২ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।


এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন কায়েস আহমেদ এবং কিমো পল। একটি করে উইকেট পেয়েছেন ক্রিস গ্রিন, চন্দ্রপল হেমরাজ এবং শোয়েব মালিক।


এর আগে মালিক এবং শেরফানো রাদারফোর্ডের অসাধারণ ব্যাটিংয়ে ১৫৬ রান সংগ্রহ করে গায়ানা। ৪৫ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন মালিক এবং রাদারফোর্ড খেলেছেন ৪৩ বলে ৪৫ রানের ইনিংস।


জ্যামাইকার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন ওসানে থমাস এবং ডেরভাল গ্রিন। একটি করে উইকেট নেন জহির খান এবং ইমরান খান।


এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও শক্ত করেছে গায়ানা। হাতে থাকা ম্যাচটি জিতলে অপরাজিত থেকে প্লে অফ খেলবে দলটি।



সংক্ষিপ্ত স্কোরঃ


গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সঃ ২০ ওভারে ১৫৬/৬, (মালিক ৭৩*, রাদারফোর্ড ৪৫; থমাস ২/৪০, গ্রিন ২/২৩)


জ্যামাইকা তালাওয়াসঃ ১৬.৩ ওভার ৭৯/১০, (লিটন ২১, ফিলিপস ২১; তাহির ৩/১২, পল ২/২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball