promotional_ad

শেবাগের সঙ্গে রোহিতের তুলনা ঠিক নয়ঃ উথাপ্পা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান রোহিত শর্মা। বিশাখাপত্নমে ১৭৬ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে টেস্টেও সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।


এমন ইনিংস খেলার পর ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের সঙ্গে তুলনা করা হচ্ছে রোহিতকে। কিন্তু শেবাগের মতো কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে রোহিতের তুলনা করা ঠিক হচ্ছে না বলে মনে করেন রবিন উথাপ্পা।



promotional_ad

রোহিতের এক সময়ের জাতীয় দলের সতীর্থ উথাপ্পা বলেন, ‘তুলনা করার সঠিক সময় নয় এটি। তার ব্যাটিংয়ের নিজস্ব স্টাইল আছে। তারা উভয়ই আক্রমণাত্মক ব্যাটসম্যান। বীরু ধ্বংসাত্মক ব্যাটসম্যান ছিল, যেখানে রোহিত কিছুটা ধরে খেলে। বোলারদের সামলানোর কৌশলও তাদের ভিন্ন, তবে আক্রমণাত্মক চরিত্র একই।’


রোহিতকে ওপেনিংয়ে খেলানোর সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট সঠিক সময়েই নিয়েছে বলে মনে করছেন উথাপ্পা। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে একই সঙ্গে খেলেছিলেন উথাপ্পা এবং রোহিত। রোহিতের সামর্থ্য সম্পর্কে তাই ভালোই অবগত আছেন ৩৩ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।


উথাপ্পার ভাষায়, ‘রোহিত সব সময় ভারতের মাটিতে এবং বাইরে ভালো খেলে। সাদা বলের ক্রিকেটে সে এখন ছড়ি ঘোরাচ্ছে। নিঃসন্দেহে সে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। আমি মনে করি সে ওপেনিংয়ে ব্যাটিং করার কৌশল বুঝতে পেরেছে এবং রোহিতের জন্য এটি সঠিক সময়। তার সাফল্য পাওয়াটা মোটেও অবাক হওয়ার মতো কিছু নয়।’



রোহিত তাঁর খেলাটা ভালোভাবেই বোঝেন বলে বিশ্বাস উথাপ্পার। তিনি বলেন, ‘সে (রোহিত) তার ক্যারিয়ারের এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে, যেখানে সে তার ব্যাটিং আসলেই ভালো বোঝে এবং সে জানে যে কোনটি তার জন্য কার্যকর হবে এবং তাকে কী করতে হবে।’


ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিটি ছাড়াও টেস্টে আরও ৩টি সেঞ্চুরি রয়েছে তাঁর। এ ছাড়া ২১৮ ওয়ানডেতে ৪৮.৫২ গড়ে ৮ হাজার ৬৮৬ রান সংগ্রহ করেছেন তিনি। এই ফরম্যাটে ২৭টি সেঞ্চুরি এবং ৪২টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। টি-টোয়েন্টিতে ৪টি সেঞ্চুরি এবং ১৭টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball