promotional_ad

কারস্টেনকে চান রুট-স্টোকসরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের পরবর্তী প্রধান কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান গ্যারি কারস্টেন। ট্রেভর বেলিসের উত্তরসূরি হিসেবে এই প্রোটিয়াকে পছন্দ ইংল্যান্ডের অধিনায়ক জো রুট এবং তারকা অলরাউন্ডার বেন স্টোকসেরও। 


২০০৮-১১ পর্যন্ত ভারতের কোচ ছিলেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান। তাঁর অধীনেই ২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। ভারতের কোচের পদ ছাড়ার পর ২০১৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন তিনি। কারস্টেন কোচ থাকাকালীন টেস্টের এক নম্বর দল হয় দক্ষিণ আফ্রিকা। 



promotional_ad

জাতীয় দল ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং বিগ ব্যাশে কোচিংয়ের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে কারস্টেনের। তাই অভিজ্ঞ এই কোচের সান্নিধ্য পেতে বেশ আগ্রহ দেখিয়েছেন রুট ও স্টোকস।


স্টোকস বলেছেন, ‘আমি দেখেছি গ্যারি কারস্টেনের নাম এসেছে সম্ভাব্য কোচের তালিকায়। কোচ হিসেবে তাঁর রেকর্ড দুর্দান্ত এবং আমি যেটা শুনেছি যে তিনি অসাধারণ একজন মানুষ। তিনি অনেক অভিজ্ঞ একজন কোচ। তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে দারুণ করেছেন এবং বেশ কিছু আন্তর্জাতিক দলের সঙ্গেও কাজ করেছেন।’ 


কারস্টেনকে সফল কোচ উল্লেখ করে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক রুট বলেন, ‘গ্যারির ক্ষেত্রে বলা যায় তিনি আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত একটি সময় পার করেছেন। দক্ষিণ আফ্রিকা এবং ভারতের হয়ে তিনি অসাধারণ কাজ করেছেন। একই সঙ্গে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটেও ভালো কাজ করেছেন তিনি। নিঃসন্দেহে কারস্টেন একজন সফল কোচ।’ 



অ্যাশেজ সিরিজ শেষে ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ান ট্রেভর বেলিস। বেলিসের উত্তরসূরি পেতে বর্তমানে হন্যে হয়ে আছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball