চারদিনের ম্যাচ জয়ের মিশনে মুমিনুলবাহিনী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচ ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। দুই ম্যাচের এই সিরিজের শেষ ম্যাচে আগামীকাল (৪ অক্টোবর) মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হাম্বানটোটায় শুরু হবে ম্যাচটি।
বৃষ্টির বাধা পেরিয়ে নতুন সূচিতে প্রথম ম্যাচ মাঠে গড়িয়েছিল। যদিও সেই ম্যাচের প্রথম দিন ভেস্তে যায় বৃষ্টির দাপটে। তিন দিনের ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।
ফর্মহীনতার কারণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েন সৌম্য সরকার। শ্রীলঙ্কার বিপক্ষে ‘এ’ দলের হয়েও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। নিজেকে প্রমাণ করতে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচ তাই সৌম্য জন্য পরীক্ষার মতোই।

জাতীয় দল থেকে ছিটকে পড়া মেহেদী হাসান মিরাজ অবশ্য প্রথম ম্যাচে নিজের সামর্থ্য দেখিয়েছেন। ব্যাট হাতে হাফ সেঞ্চুরির পর বল হাতে নিয়েছেন পাঁচ উইকেট। নির্বাচকদের নজরে আসতে শুক্রবার শুরু হতে যাওয়া ম্যাচটিতেও ভালো করতে চাইবেন মিরাজ।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে সৌম্য, মিরাজ, মুমিনুল হকদের জন্য শ্রীলঙ্কার মাটিতে চারদিনের ম্যাচের সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাঁরা নন, ‘এ’ দলের অন্যান্য ক্রিকেটারের জন্যও ভালো সুযোগ নিজের প্রতিভা দেখানোর।
কারণ মুমিনুলদের খেলা দেখতে শ্রীলঙ্কায় গিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
ড্র হওয়া ম্যাচে নিজেদের ব্যাটিং সামর্থ্য দেখিয়েছে শ্রীলঙ্কা। টপ অর্ডার দুই ব্যাটসম্যান সংগিত কোরে এবং কামিন্দু মেন্ডিস সেঞ্চুরি করেন। তাই কালকের ম্যাচে এই ব্যাটসম্যানদের দ্রুত ফেরানোর লক্ষ্য থাকবে বাংলাদেশি বোলারদের।
যদিও বাংলাদেশি পেসাররা তেমন সুবিধা করতে পারেননি শেষ ম্যাচে। শ্রীলঙ্কার মাঠে কাল থেকে শুরু হতে যাওয়া ম্যাচটি পেসারদের জন্যও চ্যালেঞ্জের হবে।
বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, সানজামুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, সালাউদ্দিন শাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান ও মেহেদী হাসান মিরাজ।