ওপেনিংয়েই স্বাচ্ছন্দ্য রোহিতের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেটের তিন ফরম্যাটেই ওপেনিংয়ে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান রোহিত শর্মা। সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওপেনিংয়ে নেমে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলার পর এমনটাই জানিয়েছেন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান।
ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নিয়মিত ইনিংস উদ্বোধন করলেও বুধবার প্রথমবারের মতো টেস্টে ইনিংস উদ্বোধন করেন রোহিত। প্রথমবার ওপেনিংয়ে নেমেই সেঞ্চুরি তুলে নেন তিনি। রোহিতের অনবদ্য সেঞ্চুরির দিনে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২০২ রান।

ওপেনিংয়ে খেলতে স্বাচ্ছন্দ্যের কথা জানিয়ে দিন শেষে রোহিত বলেন, ‘আমি মনে করি এটি আমার খেলার সাথে মানানসই। আমি শুধু প্যাড পড়ে ব্যাট হাতে নেমে পড়তে পছন্দ করি। আমি অপেক্ষা করার জন্য খেলি না। যেসব বোলার নতুন বলে বোলিং করবে তাদেরকে আপনি চিনবেন, তাই গেম প্ল্যান আপনার জন্য সহজ হবে। ছয় নম্বরে খেলতে নামার পর দেখা যায় বল রিভার্স করছে, ফিল্ডিং সাজানো ভিন্ন। এসব কিছুই আপনাকে মাথায় রাখতে হবে।’
টেস্টে ইনিংস উদ্বোধন করাকে অবশ্য কঠিন বলে মনে করছেন রোহিত। লাল বলের ক্রিকেটে শুরুতে ব্যাটিং করতে হলে মানসিকভাবে শক্ত থাকাকে সাফল্যের মূলমন্ত্র হিসেবে মনে করেন তিনি।
রোহিত বলেন, ‘লাল বলের ক্রিকেটে ওপেনিং করা ভিন্ন ধরনের ব্যাপার। অবশ্যই মানসিকভাবে আপনাকে শক্ত হতে হবে আগের চেয়ে। আপনার নিজেকে চ্যালেঞ্জ করতে হবে নতুন বল খেলার ক্ষেত্রে এবং খেলাটিকে সামনে এগিয়ে নিতে হবে।’
ভারতের পক্ষে ২৮টি টেস্ট, ২১৮টি ওয়ানডে এবং ৯৮ টি-টোয়েন্টি খেলেছেন রোহিত শর্মা। টেস্টে মাত্র ৩টি সেঞ্চুরি করলেও ওয়ানডেতে তাঁর সেঞ্চুরি সংখ্যা ২৭টি। হাফ সেঞ্চুরি করেছেন ৪২টি। টি-টোয়েন্টিতে ৪টি সেঞ্চুরি এবং ১৭টি হাফ সেঞ্চুরির মালিক ডানহাতি এই ব্যাটসম্যান।