promotional_ad

টি-টোয়েন্টিতে অজি ওপেনারের বিশ্বরেকর্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার বিশ্বরেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার অ্যালিসা হিলি। বুধবার শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের বিপক্ষে মাত্র ৬১ বলে ১৯ চার এবং ৭ ছক্কায় ১৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি।


এই ইনিংস দিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিংয়ের ১৩৩ রানের রেকর্ডটি টপকে যান ২৯ বছর বয়সী এই ডানহাতি। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবেও রেকর্ডের খাতায় নাম লেখান হিলি। নারী এবং পুরুষ উভয় ক্রিকেটেই উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলা ব্যাটসম্যান এখন এই অস্ট্রেলিয়ান। 



promotional_ad

শুধু তাই নয়, নারীদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও দখলে নিয়েছেন হিলি। মাত্র ৪৬ বলে সেঞ্চুরি করেছেন তিনি। যা অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম। 


সিডনিতে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের বিপক্ষে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন অ্যালিসা হিলি। পরের ৫০ রান তুলতে মাত্র ২১ বল খেলেছেন তিনি।


পরবর্তীতে তাঁর ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২২৬ রানের বিশাল পুঁজি পায় অস্ট্রেলিয়া। হিলি ছাড়াও র‍্যাচেল হেনেস খেলেন ৪১ রানের ইনিংস। লঙ্কান নারীদের পক্ষে ২৭ রান খরচায় ২ উইকেট নেন চামারি আতাপাত্তু। 



২২৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৯৪ রানে থামে শ্রীলঙ্কান নারীরা। সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন ওপেনার এবং অধিনায়ক আতাপাত্তু। এ ছাড়া হর্ষিতা মাদাভি করেন ২৮ রান। অস্ট্রেলিয়ার পক্ষে নিকোলা ক্যারি ১৫ রানে ৩ উইকেট পান। হিলির রেকর্ড গড়া ম্যাচে ১৩২ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মেগ ল্যানিংয়ের দল।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball