জাতীয় লিগে বদলি খেলোয়াড়ের নিয়ম চালু

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মাথায় আঘাতপ্রাপ্ত ক্রিকেটারের বদলি হিসেবে নামতে পারবেন আরেকজন ক্রিকেটার। চলতি বছর এমন নিয়ম চালু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) চালু করা হচ্ছে এই নিয়ম।
বদলি খেলোয়াড় নামানো হবে 'লাইক-ফর-লাইক' হিসেবে। অর্থাৎ ব্যাটসম্যানের বদলি হিসেবে ব্যাটসম্যান এবং বোলারের বদলি হিসেবে শুধুমাত্র বোলারই নামতে পারবেন। চালু হতে যাওয়া নিয়মটির ব্যাপারে নিশ্চিত করেছেন বিসিবির ম্যাচ রেফারি রকিবুল হাসান।

ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেছেন, 'ক্রিকেটারদের কেউ মাথায় আঘাত পেলে বদলি হিসেবে আরেকজন খেলতে পারবেন। বদলি খেলোয়াড় নির্বাচন করবেন ম্যাচ রেফারি।'
গত অ্যাশেজ থেকে আন্তর্জাতিক পর্যায়ে চালু হয়েছে এই নিয়ম। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার ঐতিহাসিক এই টেস্টে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাথায় আঘাত পান অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ।
ইংলিশ পেসার জফরা আর্চারের করা বাউন্সার মাথার পেছনের অংশে আঘাত হানলে সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে যদিও বিশ্রাম নিয়ে সেই ইনিংসে ব্যাটিং চালিয়ে যান স্মিথ। তবে ম্যাচের পরের ইনিংসে আর ব্যাটিং করতে নামেননি এই ডানহাতি।
তাঁর পরিবর্তে মার্নাস ল্যাবুশান ব্যাটিং করেছেন। সিরিজের তৃতীয় টেস্টেও স্মিথকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। এবার বাংলাদেশের জাতীয় লিগেও দেখা যাবে এই নিয়ম। এ ছাড়া জার্সিতে নম্বর এবং দলের নামও যোগ করা হচ্ছে বাংলাদেশের ঘরোয়া এই টুর্নামেন্টে।