ভারতে টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশনে দ. আফ্রিকা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। বুধবার (১ অক্টোবর) এই মিশন শুরু হচ্ছে প্রোটিয়াদের। ভিশাখাপত্নামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের হারিয়ে এসেছে বিরাট কোহলির দল। দুই ম্যাচের টেস্ট সিরিজটিতে জেসন হোল্ডারের দলকে হোয়াইটওয়াশ করেছে ভারত। ১২০ পয়েন্ট নিয়ে আইসিসি চ্যাম্পিয়নশিপের টেবিলে শীর্ষে আছে ভারত।
দলের বাইরে থাকা বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে এই সিরিজে দলে ডেকেছে ভারত। ২২ মাস পর দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্তের ব্যর্থতায় সুযোগ এসেছে ঋদ্ধিমানের।

অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকেও ঘরের মাঠের এই সিরিজে রেখেছে ভারত। বারবার ব্যর্থ হওয়া দলের উদ্বোধনী জুটিতে পরিবর্তন আনতে যাচ্ছে কোহলির দল। সীমিত ওভারের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মাকে টেস্টে উদ্বোধনী ব্যাটসম্যানের দায়িত্ব দিতে যাচ্ছে দলটি।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে নড়বড়ে অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে দলটির পারফরম্যান্স হতাশ করেছে পুরো ক্রিকেট বিশ্বকে। যদিও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একটি জয় পেয়েছে তারা।
এবার টেস্ট সিরিজ দিয়ে নিজেদের জাত চেনাতে চাইবে ফাফ ডু প্লেসির দল। শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে ভারতের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ার আগাম ইঙ্গিত সংবাদ সম্মেলনে দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি।
স্বাগতিকদের বিপক্ষে পাঁচ বোলার নিয়ে নামতে চান তিনি। পেস শক্তি দিয়ে ভারতকে চেপে ধরার পরিকল্পনা করছে দক্ষিণ আফ্রিকা। তবে ভারত দলে অশ্বিন, জাদেজার আগমন বার্তা দিচ্ছে স্পিন সহায়ক উইকেটের।
ভারত একাদশ (সম্ভাব্য): রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি।
দক্ষিণ আফ্রিকার একাদশ (সম্ভাব্য): এইডেন মার্করাম, ডিন এলগার, টিউনিস ডি ব্রুইন, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ভেরনন ফিল্যান্ডার, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি/সেনুরান মুথুসামি/ আনরিক নরকিয়া, ড্যান পিট।