promotional_ad

প্রথমবারের মতো বিগ ব্যাশ মাতাবেন ডি ভিলিয়ার্স

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিগ ব্যাশ লিগ ইতিহাসের সেরা চুক্তি করেছে ব্রিসবেন হিট। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে দলে ভিড়িয়েছে ফ্যাঞ্চাইজিটি। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানো বেন্ডন ম্যাককালামের বদলি হিসেবে ডানহাতি এই বিধ্বংসী ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে ব্রিসবেন।


চলতি বছরের শুরুতে বিগ ব্যাশে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু পরবর্তীতে নিজেকে সরিয়ে নেন তিনি। এবার ব্রিসবেনে খেলার লোভ সামলাতে পারেননি ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।



promotional_ad

প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে যাওয়া ভিলিয়ার্স বলেছেন, ‘অবসরের পর আপনি এই মুহূর্তের মধ্য দিয়ে যাবেন, যখন আপনি খুবই খেলতে চাইবেন। আবার ঘরেও থাকতে চাইবেন। ভারসাম্য করা খুবই কঠিন। ঘরের জন্য সময় এবং বাইরের জন্য সময়; এই মুহূর্তে খেলায় জায়গা নির্বাচন করে খেলি। শরীরে বার্ধক্য এসেছে তাই এখন বেশি খেলতে পারি না।’


‘বড় দিন এবং নিউ ইয়ারে আমি বাসায় থাকতে চাই। কিন্তু ব্রিসবেনে আসা নিয়ে না করতে পারিনি। এটা বিশ্বের অন্যতম সেরা একটি টুর্নামেন্ট এবং আমি অনেকদিন ধরেই এটাকে অনুসরণ করছি। এখানে খেলা অন্যান্য খেলোয়াড়দের মুখে শুধু এর ইতিবাচক দিকই শুনেছি। এখানে ক্রিকেটের মান ভালো এবং দর্শকও প্রচুর।’ যোগ করেন ভিলিয়ার্স।


বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন ডি ভিলিয়ার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলেছেন তিনি।



২৯৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। যেখানে ৩৭.২ গড়ে ৮ হাজার ১৮৭ রান রয়েছে তাঁর নামের পাশে। ৪টি সেঞ্চুরি এবং ৫৭টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকান সাবেক এই তারকা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball