promotional_ad

চোটের কারণে বিপ টেস্টে ব্যর্থ সানি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  


জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অংশ নেয়ার আগে বিপ টেস্ট দিতে হয়েছে খেলোয়াড়দের। এই টেস্টে ৯.৫ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। 


হাঁটুর পেছনে ব্যাথা থাকায় পাস মার্ক তুলতে পারেননি ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। ব্যাথা নিয়েও অবশ্য যথাসাধ্য চেষ্টা করেছেন তিনি। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন সানি।



promotional_ad

এই প্রসঙ্গে সানি বলেন, 'দুই দিন আগে আমাদের ট্রেইনার একটি পরীক্ষামূলক টেস্ট নিয়েছিল। সেখানে ৭.৭ পয়েন্টে থেমে গিয়েছিলাম পায়ের জন্য। হাঁটুর পেছনে একটু ব্যাথা করছিল। সেই ব্যাথাটি আজকেও একটু ছিল।'


বাঁহাতি এই স্পিনার আরো বলেন, 'আজকেও প্রায় লেভেল সাত থেকে শুরু হয়েছে ব্যাথাটা। তবে ওটাকে বাড়িয়ে আমি ৯.৮ পর্যন্ত গিয়েছি। আমার হিসেবে ৯.৮, এখন ওরা ৯.৫ কিংবা ৯.৬ কেন লিখেছে আমি জানি না। যাই হোক এটা তো আর পাস মার্ক না। সবচেয়ে বড় কথা হলো এটা, আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যাথার জন্যই এমনটা হয়েছে।  এখানে আসলে খেলাটাই বড় ব্যাপার। আপনি যেদিন ১১ মার্ক টাচ করতে পারবেন সেদিন থেকে আপনি খেলতে পারবেন।' 


এনসিএলে খেলতে হলে প্রত্যেক ক্রিকেটারকেই বিপ টেস্টে পাস করতে হবে বলে নির্দেশ দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এই পরীক্ষায় পাস মার্ক করা হয়েছে ১১। 



জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য এই পয়েন্ট তোলা কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৩ সালে খেলা সানির মতো অনেকেই তাই এই পয়েন্ট তুলতে ব্যর্থ হয়েছেন। এই তালিকায় রয়েছেন মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন, আব্দুর রাজ্জাকরাও। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball