promotional_ad

ইনজুরি ছাড়া ছুটি নেইঃ বাশার

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  


জাতীয় দলের সকল খেলোয়াড়দের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। এমনকি অকাট্য কারণ ছাড়া কোনো খেলোয়াড়কে ছুটিও দেয়া হবে না টুর্নামেন্টে।  


আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে বাংলাদেশ। সেই সিরিজের আগে নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অংশ নিবেন জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়রা।



promotional_ad

ক্রিকেটারদের টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যাপারে বাশার বলেন, 'কোনো অকাট্য কারণ ছাড়া কেউ ছুটি পাবে না। যেমন ধরুন কারো হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে কিংবা কারো আঙুল ভেঙ্গে গেছে- এই ধরণের ইনজুরি ছাড়া কেউ ছুটি পাবে না এটা নিশ্চিত। জাতীয় লিগের সময় সবাইকে খেলতে হবে।'


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাওয়ায় জাতীয় লিগের কয়েকটি ম্যাচে খেলা হচ্ছে না সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসের। তাদের ব্যাপারটি অবশ্য ভিন্ন কাতারে রাখছেন বাশার। একই সঙ্গে পারিবারিক ছুটি দেয়ার ব্যাপারে কঠোর হচ্ছে বিসিবি বলেও জানান তিনি। 


বাশার বলেন, 'যারা বিদেশি লিগে খেলছে সেটা ভিন্ন ব্যাপার। আবার অনেকে পারিবারিক কারণে ছুটি নেয় কিংবা বেড়ানোর কারণে ছুটি নেয় তেমন কিছু এবার হবে না। এমন যদি হয় যে কোথাও ক্রিকেট খেলছে অথবা কঠিন কোনো ইনজুরি হয়েছে তাহলে ভিন্ন কথা।' 



আগামী ১৪ নভেম্বর ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। আসন্ন এনসিএল দিয়েই টেস্ট সিরিজের প্রস্তুতি সারবে জাতীয় দলের সকল সদস্য। এই কারণে টুর্নামেন্টটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিসিবি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball