দলের সেরা ফিল্ডার তুমি, আহত আম্পায়ারকে ম্যাক্সওয়েল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ মার্শ ওয়ানডে কাপে বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছে আম্পায়ার জন ওয়ার্ডকে। শুরুতে ব্যথা অনুভব না করলেও আধা ঘণ্টা পর মাঠ ছেড়ে যান তিনি। সে সময় ওয়ার্ডকে ভিক্টোরিয়ার ফিল্ডার গ্লেন ম্যাক্সওয়েল বলছিলেন ‘তুমি আমাদের দলের সেরা ফিল্ডার, তিন রান বাঁচিয়েছ।’
রবিবার মার্শ ওয়ানডে কাপে কুইন্সল্যান্ড এবং ভিক্টোরিয়ার মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে। ইনিংসের ১৮.২ ওভারের সময় স্যাম হ্যাজলেটের করা সুইপ লেগ সাইডে দাঁড়িয়ে থাকা আম্পায়ার জন ওয়ার্ডের পায়ে গিয়ে আঘাত হানে। আম্পায়ারের পায়ে আঘাত লেগে বলটি ফিল্ডারের কাছে চলে যায়।

নিশ্চিত বাউন্ডারির জায়গায় মাত্র এক রান নিতে সক্ষম হন দুই ব্যাটসম্যান স্যাম হ্যাজলেট এবং উসমান খাওয়াজা। আঘাত পাওয়ার পর শুরুতে ব্যথা অনুভব না করলেও ৫ ওভার পর পা ফুলে যায় ওয়ার্ডের। সে সময় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
জন ওয়ার্ড মাঠ ছেড়ে যাওয়ার খানিক আগে ম্যাক্সওয়েল তাঁর কাছে গিয়ে বলেন, ‘ওয়ার্ড তুমি উঠে যাচ্ছো? আমাদের দলের সেরা ফিল্ডার তুমি, ৩ রান বাঁচিয়েছ দলের জন্য। তুমি মাঠ ছেড়ে যেতে পারো না!’
পরবর্তীতে ওয়ার্ডের বদলি হিসেবে ডনভান কচ আম্পায়ারিং করতে নামেন। শুরুতে তিনি টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন। এরপর আরেক আম্পায়ার জিওফ জশুয়ার সঙ্গে মিলে পুরো ম্যাচ পরিচালনা করেন তিনি।
মার্শ ওয়ানডে কাপের সপ্তম ম্যাচ ছিল এটি। ওয়ার্ডের আহত হওয়ার ম্যাচে ১৫৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে কুইন্সল্যান্ড। দলের পক্ষে সেঞ্চুরি করেন ওপেনার উসমান খাওয়াজা। ১৩৮ রানের ইনিংস খেলে ফর্মে ফিরে আসার ইঙ্গিত অজি ওপেনার।
এবারের অ্যাশেজে প্রথম তিন ম্যাচে বাজে পারফর্ম করায় শেষ দুই টেস্টের দল থেকে বাদ পড়েন খাওয়াজা। কিন্তু রবিবার সেঞ্চুরি করে নিজেকে ফর্মে ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়ে রাখলেন কুইন্সল্যান্ডের অধিনায়ক।