বাংলাদেশ সফর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ সফর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ২০২০ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবেন স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নাররা। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এই নিয়ে তৃতীয় বারের মতো বাংলাদেশ সফরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে অজিরা। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান পিটার রোচ সিরিজ নিশ্চিত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
সূচি অনুযায়ী আগামী বছরের জুন-জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। তবে সিরিজটি কবে নাগাদ মাঠে গড়াবে এখনো তার দিনক্ষণ নিশ্চিত হয়নি। দুই বোর্ডের সম্মলিত সিদ্ধান্তে সিরিজটি মাঠে গড়াচ্ছে বলে জানিয়েছেন রোচ।

পিটার রোচের ভাষায়, 'আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী বছর আমরা বাংলাদেশ সফরে যাচ্ছি। দুই বোর্ডের সম্মতিতে সিরিজটি জুন মাসে নিয়ে যাওয়া হয়েছে। আমরা মনে করছি এটাই সঠিক সময় সিরিজ মাঠে গড়ানোর। আশা করছি দারুণ লড়াই হবে।'
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় অনুষ্ঠিত হবে সিরিজটি। সিরিজ শেষে দেশে ফিরে যাবে অস্ট্রেলিয়া। সিরিজে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। যা অনুষ্ঠিত হবে ২০২১ সালের ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে।
এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি অনুযায়ী ২০২০ সালের ফেবরুয়ারি মাসে সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিল। যা এখন ৪ মাস পর জুন-জুলাইতে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
গেল সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান অস্ট্রেলিয়া সিরিজ পিছিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। টি-টোয়েন্টি সিরিজে ২টি ম্যাচ থাকলেও সেটাকে ৩ ম্যাচের সিরিজ করার কথাও জানিয়েছিলেন তিনি।
আকরাম খান বলেছিলেন, 'আমাদের সিরিজটি ফেবরুয়ারি মাসে হওয়ার কথা ছিল। কিন্তু সেটাকে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২০২০ সালের জুন-জুলাই মাসে। এছাড়া অক্টোবরে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল।
যা এখন হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০২১ সালের ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিরিজটি মাঠে গড়াবে। যদিও সিরিজটির সূচি এখনো নির্ধারণ করা হয়নি। আমরা এই বিষয়ে বসবো।'