সিপিএল খেলতে যাচ্ছেন লিটন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাচ্ছেন লিটন কুমার দাস। চলমান এই লিগে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন বাংলাদেশের ডানহাতি এই ব্যাটসম্যান। এবারই প্রথম বিদেশি কোনো লিগে খেলতে যাচ্ছেন লিটন।
ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছেন লিটন। লিটনের অনাপত্তিপত্র পাওয়ার বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘লিটনকে সিপিএল খেলার জন্য এনওসি দেয়া হয়েছে। সে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে।’

লিটন ছাড়াও বার্বাডোস ট্রাইডেন্সের হয়ে খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের অনাপত্তিপত্র পাওয়ার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে বিসিবি।
এছাড়া সিপিএল শুরুর আগে প্লেয়ার্স ড্রাফট থেকে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেনকে দলে ভিড়িয়েছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। যদিও তাকে সেখানে খেলতে যাওয়ার জন্য অনাপত্তিপত্র দেয়নি বোর্ড।
এখন পর্যন্ত বাংলাদেশের মোট ৪জন ক্রিকেটার সিপিএলে অংশ নিয়েছেন। সাকিব আল হাসান ছাড়াও তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ সেখানে খেলেছেন।