ভারতকে শুরুতেই বিপদে ফেলল সাইফরা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজ বাঁচানোর লড়াইয়ে ভারত অনূর্ধ্ব-২৩ দলকে নাগালের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। মাহিদুল ইসলাম অংকনের হাফ সেঞ্চুরিতে ভারতকে ২০২ রানের লক্ষ্য দিতে পেরেছে সফরকারীরা। জবাবে ব্যাটিং করছে ভারত অনূর্ধ্ব- ২৩ দল।
শুরুতেই বিপদে ভারতঃ
মাঝারি রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র ১৬ রানের মধ্যেই দুই উইকেট হারিয়েছে ভারত। ওপেনার আরিয়ান জুয়েলকে (২) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন শফিকুল ইসলাম।
সামারথ ভিয়াসকে (৪) রানআউটের ফাঁদে ফেলেন জাকির হাসান।

প্রথম ইনিংস বিবরণঃ-
২-১ ব্যবধানে পিছিয়ে থেকে সিরিজের চতুর্থ ওয়ানডে খেলতে নেমেছেন সাইফ হাসান, আরিফুল হকরা। বড় লক্ষ্য দেয়ার পরিকল্পনায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ইনিংসের শুরুতেই হোঁচট খায় দলটি।
দলীয় ১৪ রানেই ওপেনার মেহেদী হাসানকে হারায় তারা। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন মেহেদী। এরপর তিনে নামা ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরীও সুবিধা করতে পারেননি। নামের পাশে ১ রান যোগ করতেই ফিরেছেন তিনি। জাকির হাসান রানের খাতা খোলার আগেই ফিরেছেন।
৫৫ রানে চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশের হাল ধরেন আরিফুল এবং আল আমিন। ৫৬ রানের জুটি গড়ে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেয়ার পথে অবদান রেখেছেন এই দুই ব্যাটসম্যান।
দুই জনের একজনও হাফ সেঞ্চুরির ঘরে যেতে পারেননি। আল আমিন ৫৫ বলে ৪০ রান এবং ৭৬ বলে ৪৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন। তাদের বিদায়ের পর ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়েছেন মাহিদুল ইসলাম।
৭৩ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে দলকে ২০১ রানের পুঁজি এনে দিয়েছেন তিনি। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন রবিউল হক। ৩৮ বলে ২৯ রানের অপরাজেয় ইনিংস খেলেছেন তিনি। অংকনের সঙ্গে জুটি গড়েছেন ৭৫ রানের।
ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং এবং সেথ। একটি করে উইকেট পেয়েছেন শুভাং হেজ এবং জাসওয়াল।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলঃ ২০১/৬, ওভার- ৫০
অংকন ৫১*, আরিফুল ৪৪; আর্শদীপ ২/৪২, সেথ ২/৩৯
ভারত অনূর্ধ্ব-২৩ দলঃ ২৯/২ ওভার ৬