বাংলাদেশের বিপক্ষে আরও ম্যাচ চায় আফগানরা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বিপক্ষে আরও বেশি ম্যাচ খেলুক আফগানিস্তান, চাওয়া দেশটির ক্রিকেটমোদী মানুষদের। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।
তাঁর মতে, দুই দলের মধ্যে তিন ফরম্যাটের সিরিজের আয়োজন করা উচিত। এতে দুই দেশের ক্রিকেট আরও উন্নত হবে বলে মনে করছেন আফগান অধিনায়ক। বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে লম্বা সিরিজ চান রশিদ খান।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'আমরা বাংলাদেশের বিপক্ষে আরও বেশি বেশি খেলি, আমাদের দেশের মানুষ এটা চায়। এখানকার মানুষও চায় আফগানিস্তান আরও সিরিজ খেলুক। কিন্তু আমরা টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ একই সঙ্গে পাই না।
আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ওয়ানডে এবং টেস্টে ক্রিকেট খেলা। এক টেস্টের সিরিজ নয়, তিন টেস্টের সিরিজ খেলতে হবে। যদি আমরা ওয়ানডে এবং টেস্টে নজর দেই, এটা দুই দলকে সাহায্য করবে।'
সদ্য সমাপ্ত এই সফরে মাত্র একটি টেস্ট খেলেছে আফগানিস্তান। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চারটি ম্যাচ খেলেছে দলটি। কিন্তু কোনো ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হয়নি তাদের। দুই দলের মধ্যে পূর্ণাঙ্গ সিরিজ হোক এমনটাই চাওয়া রশিদের।