promotional_ad

ফাইনাল নয়, ড্রেসিং রুমে ছিল এনসিএল আলোচনা

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের অন্যতম এই পরাশক্তির বিপক্ষে মাঠে লড়াই করার আগে ক্রিকেটাররা সুযোগ পাচ্ছে জাতীয় ক্রিকেট লিগে নিজেদের ঝালাই করে নেয়ার। 


গেল কয়েকবছর ধরে জাতীয় দলের ক্রিকেটাররা এনসিএল বিসিএলে নিয়মিত অংশ নেন না। তবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হারের পর অনেকখানিক টনক নড়েছে তাদের। তাই ভারতের বিপক্ষে মাঠে নামার আগে জাতীয় লিগে তাদের খেলা নিয়ে চলছে আলোচনা।



promotional_ad

যে আলোচনা ছিল আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে। বৃষ্টির কারণে ম্যাচটি পন্ড হওয়ায় দুই দলই হয়েছে যৌথ চ্যাম্পিয়ন। তবে বৃষ্টি চলাকালীন সময় সাকিব-রিয়াদদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এনসিএল।


সংবাদ সম্মেলনে আসা মাহমুদউল্লাহ রিয়াদ এমনটাই জানিয়েছেন। আসন্ন জাতীয় লীগকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে দলের সকল ক্রিকেটার। খেলা যেখানেই হোক, সব জায়গাতেই পারফর্ম করার লক্ষ্য তাদের।


মাহমুদউল্লাহ বলেন, 'সবাই কম বেশি সিরিয়াস। কারণ আমরা যখন ক্রিকেট খেলতে যাই সেটা এনসিএল হোক বা বিসিএল হোক যেখানেই খেলি আমাদের পারফর্ম করতে হবে। পারফর্ম করলে মনে হয়না প্রশ্ন উঠবে। সবাই যার যার জায়গা থেকে পারফর্ম করার চেষ্টা করি। 



যখন আজ বৃষ্টি হচ্ছিল তখন আমরা এনসিএল নিয়ে কথা বলছিলাম কে কোন দলে খেলবে বা কার খেলা কোথায়। আমার মনে হয় সবাই পারফর্ম করার চেষ্টা করবে যারা ইন্ডিয়াতে খেলবে।'


চলতি বছরের নভেম্বরে ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ১৪ই নভেম্বর থেকে মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে টাইগাররা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball