পরিত্যাক্ত ফাইনাল, দুই দলই চ্যাম্পিয়ন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শুরুটা হয়েছিল বৃষ্টি দিয়ে, টুর্নামেন্টের শেষটাও হচ্ছে বৃষ্টি দিয়েই। পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচটি।
পরিত্যাক্ত হওয়ায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালিস্ট দুই দল। রাত ৯টা ৫ মিনিটে ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা।

প্রায় আড়াই ঘন্টা অপেক্ষা করার পর এই সিদ্ধান্ত নেন তারা। সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টস পর্যন্ত মাঠে গড়ায়নি।
ফলে যৌথ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করতে হলো রশিদ খান এবং সাকিব আল হাসানের দল। গ্রুপ পর্বে ৩টি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ।
আর ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছিলো আফগানিস্তান। তৃতীয় দল জিম্বাবুয়ে জিতেছিল মাত্র একটি ম্যাচ। ২ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।