বিসিবির প্রস্তাবে সাড়া দেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণের জন্য আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর জন্য বিপিএলের নাম বদলে করা হয় বঙ্গবন্ধু বিপিএল। চলতি মাসের শুরুতে এই সিদ্ধান্ত নেয় বিসিবি।

যেখানে তারা সিদ্ধান্ত নেয় কোনো ফ্র্যাঞ্চাইজিকে অন্তর্ভুক্ত না করে নিজদের পৃষ্ঠপোষকতায় বিপিএল আয়োজন করার। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজে বিষয়টি জানিয়েছিলেন।
নাজমুল হাসানের মতে, এ বছর বিপিএল আয়োজন করতে হাতে যথেষ্ট সময় নেই। তাই ২০২১ সালের বিপিএল থেকে নতুন সাইকেল চালু হবে। বিসিবিই এবার বিপিএল পরিচালনা করবে।
তবে টিম স্পন্সর হিসেবে ফ্র্যাঞ্চাইজিগুলোর থাকার পথ খোলা রেখেছিল বিসিবি। কিন্তু তাদের সেই ডাকে সাড়া দেয়নি ছয় ফ্র্যাঞ্চাইজির কেউই। চিটাগাং ভাইকিংস আগেই বিপিএল থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছিল।
চলতি মাসের ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিদের দরপত্র জমা দেয়ার সময় বেধে দেয়া হয়েছিল। কিন্তু এই সময়ের মধ্যে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেনি।
বেশ কয়েকটি সূত্র থেকে জানা গেছে, চার থেকে পাঁচটি দরপত্র জমা পড়েছে। যাদের মধ্যে আখতার গ্রুপ ও টাইগার আইটির ক্রিকেট পাড়ার সঙ্গে যোগাযোগ আছে আগে থেকে। অবশ্য এই ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।