বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ আইসিসি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী (এফটিপি) অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে শেষ পর্যন্ত আসছে না অজিরা।
জানা গিয়েছে, সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। বিসিবি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।

এ ছাড়া ২০২০ সালের জুন মাসে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি অনুযায়ী সিরিজটি হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে।
অস্ট্রেলিয়া সিরিজের পর বাংলাদেশের পরবর্তী সিরিজ হবে শ্রীলংকায়। সেখানে তিনটি টেস্ট খেলবে সাকিব আল হাসানের দল। ২০২০ সালের জুলাইয়ে হবে সিরিজটি।
শ্রীলঙ্কা সফরের পর আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ২০২১ সালের জানুয়ারিতে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে সাকিববাহিনী।
চলতি বছর অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত চলবে ক্রিকেটের অভিজাত সংস্করণের এ আসর।
এই দুই বছরে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ ৯ দল ২৭টি সিরিজে মোট ৭২টি ম্যাচ খেলবে। সব দল ইতোমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপে সিরিজ খেলে ফেললেও বাংলাদেশ এই যাত্রা শুরু করবে আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে।