যেকোনো উইকেটে খেলতে প্রস্তুত আফগানরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল জিততে মরিয়া হয়ে আছে আফগানিস্তান। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক রশিদ খানের কণ্ঠে এমনটাই প্রকাশ পেল। রশিদ জানিয়েছেন, মঙ্গলবারের ফাইনালে উইকেট যেমনই হোক, প্রস্তুত আফগানিস্তান।
সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। যেখানে উইকেট ছিল ফ্ল্যাট। চট্টগ্রাম পর্বে সিরিজের শেষ তিন ম্যাচের চিত্র ছিল উল্টো। স্পিনাররা উইকেট থেকে সাহায্য পেয়েছেন।

তাই ফাইনালের উইকেট কেমন হবে, সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যদিও বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই লেগ স্পিনার জানিয়েছেন, যেকোনো উইকেটে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত তাঁর দল।
রশিদ বলেন, ‘যেকোনো উইকেটে খেলতে প্রস্তত আমরা, উইকেট ফ্ল্যাট হোক বা স্পিন সহায়ক। ঢাকায় আমরা ফ্ল্যাট উইকেট পেয়েছিলাম। চট্টগ্রামে আমরা খেলেছি স্পিনিং উইকেটে।
আমরা প্রস্তুত। আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলতে চাই, উইকেট যেমনই হোক না কেন। দলের সবাই মানসিকভাবে প্রস্তুত আছে।’
বিগত ৩-৪ বছর ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছে আফগানিস্তান। তাই রশিদ খান বিশ্বাস করেন, নিজেদের সেরাটা খেলতে পারলে ফাইনালে জয় পাওয়া সম্ভব। যে কারণে ফাইনালের আগে চাপ নিচ্ছে না তাঁর দল।
রশিদ বলেন, ‘বিগত ৩-৪ বছর ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে অনেক ধারাবাহিক আমরা। এই ফরম্যাটটা আমাদের জন্য। নিজেদের দিনে আমরা যেকোনো দলকে হারাতে পারি, নিজেদের সেরা খেলাটা খেলতে হবে আমাদের। আমাদের প্রতিভা এবং স্কিল আছে। কোনো প্রকার চাপ না নিয়ে ফাইনালটা উপভোগ করতে চাই।’