promotional_ad

ফাইনালের আগে অস্ট্রেলিয়ায় চোখ ডমিঙ্গোর

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দলে পেসারদের আধিক্য চান বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই পরিকল্পনায় এগোচ্ছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে চারজন পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। 


ডমিঙ্গোর মতে, অস্ট্রেলিয়ার কন্ডিশনে স্পিনাররা সেভাবে ভূমিকা রাখতে পারবেন না। যে কারণে পেসারদের এখন থেকেই তৈরি করতে চান তিনি। যদিও চলমান সিরিজের শিরোপা জয়টাও প্রাধান্য পাচ্ছে ডমিঙ্গোর কাছে। তবে বিশ্বকাপের স্পোর্টিং উইকেটে বাড়তি নজর তাঁর। 


promotional_ad

ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ বলেছেন, ‘আমি ঘরের মাঠের দৃষ্টিভঙ্গিতে চিন্তা করছি না। আমি বিশ্বকাপ নিয়ে ভাবছি। আমরা অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলব এবং সেখানে দুই-এক জন পেসার নিয়ে খেলব না আমরা। সেখানে ৩-৪ জন পেসার খেলাতে হবে। এখন আমরা জেতা নিয়ে চিন্তা করছি কিন্তু আমাদের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে।’


‘এটা ভালো দিক যে যখন আমরা ফাস্ট বোলারের ঘাটতিতে পড়ি, তখনও মানিয়ে নিতে পারি। কিন্তু এটা ভালো যে ৪ জন পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজানো। আমি বুঝি যে, দল এই কন্ডিশনে স্পিনারদের খেলাতে চায় কিন্তু আমাদের ভারসাম্য খুঁজে বের করতে হবে।’ যোগ করেন ডমিঙ্গো।


আফগানিস্তানের বিপক্ষে ফাইনালে ৪ জন পেসার খেলানোর পরিকল্পনা করছেন ডমিঙ্গো। তবে পরিকল্পনার বাস্তবায়ন উইকেটের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রোটিয়া এই কোচ। 


‘আমি মনে করি উইকেট দেখে স্কোয়াডে আরও পেসার যোগ করা হবে। যদি উইকেটে ঘাস থাকে তাহলে এই জায়গায় আমাদের কাজ করতে হবে। কাল কন্ডিশন দেখতে হবে এবং এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব। উইকেটে ঘাস থাকলে ৪ জন ফাস্ট বোলার খেলাতে পারব আমরা। ৪ জন পেসার খেললে ঘোষণা দেয়া হবে।’ সোমবার বলেছেন ডমিঙ্গো।


এখন পর্যন্ত ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলোতে মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম এবং মুস্তাফিজুর রহমানকে খেলিয়েছে বাংলাদেশ। ফাইনালে ডমিঙ্গোর পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে আরও একজন পেসার দলে আসার সম্ভাবনা রয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball