promotional_ad

ক্রাইস্টচার্চে ভয় পাচ্ছেন না আকবর, তৌহিদরা

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


গত বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলো বাংলাদেশ ক্রিকেট দল। যে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যাওয়ার কথা ছিল তামিম-মুশফিকদের, সেখানে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। ৪৯ জন মুসল্লিকে নির্বিচারে হত্যা করা হয়েছিল মসজিদটিতে। 


সেই ক্রাইস্টচার্চেই এবার খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের যুবাদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে অংশ নিতে এরই মধ্যে দেশ ছেড়েছে আকবর আলীর নেতৃত্বাধীন দল। দেশ ছাড়ার আগে গত বছরের সেই দুঃসহ ঘটনা দূরেই রাখতে চেয়েছেন যুব দলের অধিনায়ক আকবর। 



promotional_ad

সন্ত্রাসী হামলা বিশ্বের সকল জায়গাতেই বিদ্যমান বলে মনে করেন তিনি। আর সেই কারণে এসব ব্যাপার নিয়ে না ভেবে বরং খেলার প্রতি বেশি গুরুত্ব দিতে চান ১৭ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। আকবর বলেন, 'আমরা তেমন চিন্তা করছি না। বিশ্বের সব জায়গায়ই এটা (সন্ত্রাস) ছড়িয়ে পড়েছে। এটা নিয়ে চিন্তা করছি না, আমাদের মূল ফোকাস এখন খেলার প্রতি। বিসিবি থেকেও বলা হয়েছে সেখানে যতটা সম্ভব নিরাপত্তা দেয়ার চেষ্টা করবে তারা। তাই এগুলো নিয়ে ভাবছি না।'


নিরাপত্তা নিয়ে দলের বাকি সদস্যদেরও তেমন কোনো দুশ্চিন্তা নেই বলে জানান আকবর। নিজেদের পারফরম্যান্স নিয়েই মূলত যত ভাবনা খেলোয়াড়দের উল্লেখ করে যুব দলের অধিনায়ক বলেন, 'আমার মনে হয়, সবাই আসলে ইতিবাচক চিন্তাই করছে। নিরাপত্তা নিয়ে সবার মাথায় মনে হয় না কোনো চিন্তা আছে। সবাই ভাবছে কীভাবে পারফর্ম করে ভালো প্রস্তুতি নেয়া যায়। এই সফরে পাঁচটি ওয়ানডে রয়েছে এবং কীভাবে এই সিরিজ জেতা যায়, সবার মাথায় মনে হয় এই চিন্তা এই রয়েছে।' 


ক্রাইস্টচার্চের ঘটনা নিয়ে চিন্তা করছেন না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক হান্নান সরকারও। তাঁর বিশ্বাস সেই ন্যাক্কারজনক ঘটনার নিরাপত্তা আরো জোরদার করেছে নিউজিল্যান্ড সরকার। বাংলাদেশও সেখানে বাড়তি নিরাপত্তা পাবে বলে আশা করছেন তিনি। 



এই প্রসঙ্গে জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান বলেন, 'সত্যি কথা বলতে আমিও চিন্তা করছি না এগুলো নিয়ে। কারণ আপনি জানেন যে কোনো দেশেই যখন এই ধরনের ঘটনা ঘটে তখন ওই দেশগুলো আরও বেশি সতর্ক হয়। সাধারণত যে নিরাপত্তা থাকে ওই জায়গায়গুলোতে আরও অতিরিক্ত নিরাপত্তা দেয়া হয়। আমার মনে হয় নিউজিল্যান্ড এমন একটা দেশ যেখানে আমরা এই ধরনের ঘটনা আমরা কখনো চিন্তাই করিনি।'


পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের বার্ট সাটক্লিফ ওভালে। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর। ২ অক্টোবর সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের তৃতীয় এবং চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬ ও ৯ অক্টোবর। আগামী ১৩ অক্টোবর সিরিজের পঞ্চম এবং শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশের যুবারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball