promotional_ad

জিতেছি বলে আকাশে উড়ছি নাঃ মোসাদ্দেক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে জিতে আগেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শুক্রবার তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠেছিল নিয়ম রক্ষার লড়াই।


নিয়ম রক্ষার ম্যাচ হলেও বাংলাদেশের জন্য ম্যাচটি ছিল অনেক গুরুত্বের। কারণ আফগানদের বিপক্ষে নিজেদের শেষ চারটি টি-টোয়েন্টির সবকটিতেই হেরেছিল সাকিববাহিনী। এ ছাড়া একমাত্র টেস্টেও আফগানরা লজ্জায় ডুবিয়েছে বাংলাদেশকে।



promotional_ad

তাই নিজেদের প্রমাণ করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল সাকিব আল হাসানের দল। সেই লক্ষ্যে সফলও হয়েছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। আফগানদের ৪ উইকেটে হারিয়ে ফাইনালের আগে আত্মবিশ্বাসটা আরেকটু বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ।


মোসাদ্দেক হোসেন সংবাদ সম্মেলনে এসে জানালেন একই কথা। তবে এক ম্যাচ জিতে যে আকাশে উড়ছে না সাকিববাহিনী, সেটাও জানিয়ে দিয়েছেন তরুণ এই অলরাউন্ডার।


ফাইনালের আগে ম্যাচটি জেতা খুব দরকার ছিল বলেও জানান তিনি। মোসাদ্দেক বলেন,ফাইনালের আগে এমন একটি ম্যাচ জেতা খুব প্রয়োজন ছিল। তবে জিতেছি বলে আকাশে উড়ছি না, আবার হেরে গেলেও মাটিতে পড়ে যেতাম না। তবে এই জয় নিশ্চিতভাবেই আমাদের আত্মবিশ্বাস যোগাবে।’



ফাইনালের ফলাফল যেকোনো দলের পক্ষে যেতে পারে বলে মনে করেন মোসাদ্দেক। তবে শেষ দুই ম্যাচে দল ধারাবাহিকভাবে খেলে আসছে, আর এটাই ফাইনালে ধরে রাখতে চান মোসাদ্দেক।


মোসাদ্দেক বলেন, ‘ফাইনালে যেকোনো কিছুই হতে পারে। তবে জেতা সব সময়ই আত্মবিশ্বাস দেয়। শেষ দুটি ম্যাচে আমার ধারাবাহিকভাবে ভালো খেলেছি। এভাবে ফাইনাল খেলতে পারলে সিরিজ জেতা কঠিন কিছু না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball