ফ্লাড লাইটের কারণে খেলা বন্ধ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
হুট করে ফ্লাড লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে আপাতত বন্ধ আছে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ। বাংলাদেশের ইনিংসের ১৩তম ওভার চলাকালীন সময় হুট করে স্টেডিয়ামের দুটি ফ্লাড লাইট বন্ধ হয়ে যায়।
ইনিংসের ১২.৪ ওভার করিম জানাতের বল সাকিব আল হাসানের প্যাডে লেগে উইকেট রক্ষকের হাতে যায়। সে সময় আউটের জন্য আম্পায়ারের কাছে আবেদিন করেন এই পেসার।

সেই আবেদনে সারা না দলে রিভিউ নেয় আফগানিস্তান। রিভিউের এই সিদ্ধান্ত নেয়ার খানিকপর বৈদ্যুতিক ত্রুটির কারণে ফ্লাড লাইট বন্ধ হয়ে যায় স্টেডিয়ামের। আপাতত ৫মিন ধরে খেলা বন্ধ রয়েছে।
দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে। ৮৩ রানে ৩ উইকেট নিয়ে ১৩৯ রানের লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ। ক্রিজে আছেন অধিনায়ক সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে বাংলাদেশের ইনিংসের অষ্টম ওভারের সময় পায়ে হ্যামস্ট্রিনয়ে চোট পান রশিদ খান। ভারের পঞ্চম বলে মোহাম্মদ নবির বলে ২ রান নেয়ার জন্য দৌড় দেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম।
সে সময় বল দৌড়ে বল থামাতে গিয়ে হুট করে মাটিতে লুটিয়ে পড়েন রশিদ। বেশ কিছুক্ষন মাটিতে শুয়ে থাকার পর উঠে দাঁড়ালেও হাঁটতে কষ্ট হচ্ছিলো আফগানিস্তানের এই অধিনায়ক???র।
পরবর্তীতে ফিজিওর সাহায্যে মাঠ ছাড়েন আফগানিস্তানের এই অধিনায়ক। তবে সব শঙ্কা উড়িয়ে কিছুক্ষন পরই মাঠে ফিরে আসেন রশিদ।