বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আফতাবের শঙ্কা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আফতাব আহমেদ। বাংলাদেশের সাবেক এই ডানহাতি ব্যাটসম্যানের মতে, এখন থেকে বিকল্প খেলোয়াড় তৈরি না করলে সামনে বড় সমস্যায় পড়তে হবে দেশের ক্রিকেটকে।
সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের মতো ক্রিকেটাদের বিকল্প তৈরি করতে পারেনি বাংলাদেশ। যে কারণে তামিম ইকবাল বা সাকিব আল হাসানরা বিশ্রামে গেলে ভুগতে হয় পুরো দলকে।
বিগত কয়েকটি সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্স চিন্তায় ফেলেছে সাবেক এই ক্রিকেটারকে। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ হার এবং আফগানিস্তানের বিপক্ষে টেস্টে হার টনক নড়িয়ে দিয়েছে অনেক কিছুর। সেই সঙ্গে ইংল্যান্ড বিশ্বকাপের ব্যর্থতা তো রয়েছেই।
এসব দেখেই আফতাব আহমেদ নির্বাচকদের দ্রুত পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন।তিনি বলেন, ‘আমরা এখন যে অবস্থানে আছি তা সত্যি চিন্তার বিষয়, বিগত কয়েক সিরিজে দলের পারফরম্যান্স দেখে ভবিষ্যৎ নিয়ে ভাবতেই হচ্ছে। আমাদের আরও আগে থেকে এই বিষয়গুলো নিয়ে প্রস্তুত থাকা উচিত ছিল। আরও তিন বছর আগে এগুলো নিয়ে পদক্ষেপ নেয়া দরকার ছিল।’

‘দলে বিকল্প ক্রিকেটার থাকা খুব গুরুত্বপূর্ণ, শ্রীলঙ্কা সিরিজে সাকিব না থাকায় আমরা ভুগেছি। তামিম আফগানিস্তান সিরিজে নেই, আমাদেরকে এর খেসারত দিতে হয়েছে। এতেই বোঝা যাচ্ছে আমরা ওদের ওপর কতখানি নির্ভরশীল।’ যোগ করেন আফতাব।
বয়সভিত্তিক ক্রিকেট থেকেই বদলি খেলোয়াড় তৈরিতে বিসিবিকে মনোযোগ দিতে বলেছেন আফতাব। এই পদক্ষেপ এখন না নিলে সামনে খারাপ সময় আসতে পারে বলে মনে করছেন সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান।
আফতাব বলেন, ‘আমার মনে হয় এখন থেকেই আমাদের এসব বিষয়ে মনোযোগ দিতে হবে। বয়সভিত্তিক ক্রিকেট অনূর্ধ্ব-১৪, ১৬ এবং ১৮ থেকেই এই কার্যক্রম শুরু করা উচিত। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এখন।’