পাকিস্তান সফরে নারাজ হলে পিএসএলে নিষিদ্ধ!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় দলের সঙ্গে পাকিস্তানে খেলতে যেতে না চাইলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ঠিকই অংশ নেয় বিশ্বের নানা দেশের ক্রিকেটাররা। পাকিস্তানের অভিজ্ঞ স্পিনার সাঈদ আজমলের দাবি, জাতীয় দলের হয়ে পাকিস্তানের মাটিতে খেলতে যেতে চায় না এমন ক্রিকেটারদের পিএসএলে নিষিদ্ধ করা হোক।
পাকিস্তান সফরে গিয়েছে শ্রীলঙ্কা। জোরদার নিরাপত্তা ব্যবস্থা পেয়েই এই সফরের জন্য রাজি হয়েছে দলটি। কিন্তু শ্রীলঙ্কার ১০ জন ক্রিকেটার এই সিরিজ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। এদের মধ্যে পিএসএল খেলা লাসিথ মালিঙ্গা, থিসারা পেরেরাও রয়েছেন।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন আজমল। তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কান ক্রিকেটাররা এই সফর থেকে নাম সরিয়ে নেয়ায় আমি অনেক দুঃখ পেয়েছি। কারণ এখন আমাদের নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নত। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা না করা পর্যন্ত আমাদের বোর্ড কিংবা সরকার কখনোই কাউকে পাকিস্তানে খেলার কথা বলবে না।’
২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান-শ্রীলঙ্কা। ম্যাচগুলো পাকিস্তানের করাচি এবং লাহোরে অনুষ্ঠিত হবে।
যারা পাকিস্তান সফরে যাওয়ার বিপক্ষে, পিএসএলের ড্রাফটে তাদের রাখা উচিত নয় বলে মনে করছেন সাঈদ আজমল।
‘আমি মনে করি যেসব শ্রীলঙ্কান খেলোয়াড় কিংবা বিদেশি খেলোয়াড় পিএসএল খেলতে আসে, তাদেরকে জাতীয় দলের সঙ্গেও সফরে আসতে হবে। যদি কেউ তা প্রত্যাখ্যান করে তাহলে তাকে পিএসএল ড্রাফটেও রাখা উচিত নয়।’ যোগ করেছেন তিনি।