রনি-মেহেদীদের পাত্তাই দিচ্ছে না ভারত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত অনূর্ধ্ব-২৩ঃ ৬১/০, ওভার-১২
জাসওয়াল ৩০*, মাধব ২৫*; রবি ০/২৩, মেহেদী ০/১১

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ঃ ১৪৯/২, ওভার- ৩৬/৩৬
সাইফ ৬৪, ফারদিন ৪৭*; হৃত্তিক ২/৩৯
ভারতের দারুণ শুরুঃ আবু হায়দার রনি, মেহেদী হাসানদের আমলেই নিচ্ছেন না ভারত অনূর্ধ্ব-২৩ দলের দুই ওপেনার জাসওয়াল এবং মাধব। ১২ ওভার ব্যাটিং করে উদ্বোধনী জুটিতে ৬১ রান যোগ করেছেন এই দুই ওপেনার।
ইতোমধ্যে পাঁচ ওভার ব্যবহার করেছে বাংলাদেশ। কিন্তু কেউই কার্যকরী ভূমিকা পালন করতে পারছেন না। ১৫০ রানের লক্ষ্য তাড়ায় বিনা বাধায় এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।
জাসওয়াল ৩০ রানে ব্যাটিং করছেন এবং মাধব ব্যাটিং করছেন ২৫ রানে।