promotional_ad

বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির হানা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ঃ ১৪১/২, ওভার- ৩৪.৩


ফারদিন ৪২*, ইয়াসির ৬*; হৃত্তিক ২/৩৩


বৃষ্টির হানাঃ ভারত অনূর্ধ্ব-২৩ এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। ৩৪.৩ ওভার মাঠে গড়াতেই বৃষ্টির কবলে পরে ম্যাচ। বৃষ্টির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ১৪১ রান, দুই উইকেটের বিনিময়ে।



promotional_ad

উইকেটে আছেন ৪২ রান করা ফারদিন এবং ৬ রান করা ইয়াসির আলী।


ফিরলেন সাইফঃ ইনিংস বড় করা হলো না ওপেনার সাইফ হাসানের। ৬৪ রানের ইনিংস খেলে ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের বোলার হৃত্তিকের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। নিজের ইনিংসকে ৪ চার এবং এক ছক্কায় সাজিয়েছেন সাইফ।


নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নেমেছেন ইয়াসির আলি চৌধুরী। তাঁর সঙ্গে ৩৫ রান নিয়ে অপরাজিত আছেন ফারদিন হাসান। ৩০.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১২৭, দুই উইকেটের বিনিময়ে। 


সাইফের হাফ সেঞ্চুরিঃ ভারতে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক সাইফ হাসান। ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইতোমধ্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ওপেনার।


তাঁর ব্যাটে ভাল অবস্থানে আছে বাংলাদেশ। ২৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১১১ রান, এক উইকেটের বিনিময়ে। ব্যাট হাতে ৫৯ রানে সাইফ এবং ২৪ রানে অপরাজিত আছে ফারদিন হাসান।



এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। উদ্বোধনী জুটিতে ৫২ রান যোগ করেন সাইফ এবং মেহেদী। ৩৬ বলে ২৫ রানের ইনিংস খেলে সাজঘরের পথ ধরেন মেহেদী।


পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩৪ রানে হেরেছিল বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball