ভারতে সাইফের হাফ সেঞ্চুরি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ঃ ১১১/১, ওভার- ২৭

সাইফ ৫৯*, ফারদিন ২৪; হৃত্তিক ১/২৮
সাইফের হাফ সেঞ্চুরিঃ ভারতে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক সাইফ হাসান। ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইতোমধ্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ওপেনার।
তাঁর ব্যাটে ভাল অবস্থানে আছে বাংলাদেশ। ২৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১১১ রান, এক উইকেটের বিনিময়ে। ব্যাট হাতে ৫৯ রানে সাইফ এবং ২৪ রানে অপরাজিত আছে ফারদিন হাসান।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। উদ্বোধনী জুটিতে ৫২ রান যোগ করেন সাইফ এবং মেহেদী। ৩৬ বলে ২৫ রানের ইনিংস খেলে সাজঘরের পথ ধরেন মেহেদী।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩৪ রানে হেরেছিল বাংলাদেশ।