promotional_ad

মাসাকাদজার হৃদয়ে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশকে নিজের দ্বিতীয় ঘর হিসেবে মনে করেন হ্যামিল্টন মাসাকাদজা। বিদায় বেলায় সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন, বাংলাদেশের জন্য তার মনে বিশেষ জায়গা রয়েছে।


আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন মাসাকাদজা। বিদায়ী ম্যাচে ৭১ রানের ইনিংস খেলে দলের জয়ে সব থেকে বড় অবদান রেখেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। 


ম্যাচ শুরুর আগে টসে জানিয়েছিলেন, ফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশে এসেছিল তার দল। কিন্তু সেটা না হওয়ায় শেষটাকে স্মরণীয় করে রাখতে চায় জিম্বাবুয়ে। আর শেষটাকে স্মরণীয় করেই মাঠ ছাড়লেন নায়কের মতো।



promotional_ad

বিদায় বেলায় সংবাদ সম্মেলনে এসে ডানহাতি এই ব্যাটসম্যান আরও জানিয়েছেন, বাংলাদেশে খেলতে এসে অনেক বন্ধু হয়েছে তার। সেই সঙ্গে এখানকার মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা তাকে বরাবরই মুগ্ধ করে।


মাসাকাদজা বলেন, 'বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ির মতো, মনের মধ্যে বিশেষ জায়গা আছে দেশটির জন্য। এখানে আমার অনেক বন্ধু হয়েছে। বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করে।' 


ক্যারিয়ারের ইতি টানার দিন জিম্বাবুয়ে দলপতি কথা বলেছেন বাংলাদেশে তার ভালো-মন্দ স্মৃতি নিয়ে। শেষ মেলায় স্মরণ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।


ঢাকা প্রিমিয়ার লীগ খেলতে বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন মাসাকাদজা। সেখানেই মাশরাফির সঙ্গে খেলা হয়েছে তার। ২০১৬ সালে খেলেছেন কলাবাগানের হয়ে। এছাড়া জাতীয় দলে একে অন্যের প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হয়েছেন বেশ কয়েকবার।



মাসাকাদজা আরও বলেন, 'বাংলাদেশে আমার ভালো খারাপ অনেক স্মৃতি আছে। এখানকার ঢাকা লিগে খেলেছি আমি। মাশরাফির সঙ্গে খেলেছি, অনেকেই তার গল্প জানে না।


অনেকেই জানে না সে কি সব পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে।  সে একজন অনুপ্রেরণা, অনেক কিছু দেখেছে সে। বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে মাশরাফি। তার সঙ্গে অনেক সময় কাটিয়েছি। এক প্রকার আশীর্বাদই বলা যায় এটাকে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball