অম্ল-মধুর মুহূর্তের সাক্ষী মাসাকাদজা

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
সিরিজের ফাইনালে জায়গা করে নিতে না পারলেও শেষ ম্যাচে রশিদ খানের দলকে হারাতে চায় জিম্বাবুয়ে। দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা টসের সময় এমনটাই জানিয়েছেন।

এই ফরম্যাটে এখনো আফগানদের বিপক্ষে জয় পায়নি তারা, তাই বিদায় বেলায় দলকে ভালো কিছু দিয়ে যেতে চান এই ওপেনার। টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয়ার লক্ষ্য নিয়েও খেলতে এসেছিল জিম্বাবুয়ে। সেটা না হওয়ায় বিদায় মুহূর্তটি তার কাছে অম্ল-মধুর স্বাদের মতো।
মাসাকাদজা বলেন, 'টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে কখনো হারাইনি আমরা। আশা করছি আজ দিনটি আমাদের হবে। নিজের বিদায় বেলায় হাসি নিয়ে মাঠ ছাড়তে পারবো।
এটা আমার শেষ ম্যাচ, মুহূর্তটি আমার কাছে অম্ল-মধুর স্বাদের মত। আমি অবশ্যই চেয়েছিলাম আরও ভালো অবস্থানে থাকতে। কিন্তু আমরা ফাইনালে যেতে পারিনি।'
এই সিরিজের পর ২৫ তারিখ সিংগাপুরের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে। সেখনে নেপাল এবং স্বাগতিক সিংগাপুরের সঙ্গে তিনজাতি সিরিজ খেলার কথা রয়েছে তাদের।