মেহেদীর পর সাইফের ঝলক

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল (ইমার্জিং দল)। ভারতের লক্ষ্ণৌতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক সাইফ হাসান।
শেষ খবর পাওয়া পর্যন্ত সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। ৪৬.৩ ওভারে ভারতের সংগ্রহ সাত উইকেটে ১৬৭ রান।

এদিন ৯৯ রানের মধ্যে ভারতের পাঁচ উইকেট ফেলে দিয়েছে তারা। ওপেনার ইয়াশভি জেসওয়ালকে শুন্য রানে বোল্ড করে শুভসূচনা করেন আবু হায়দার রনি। এরপর উইকেটরক্ষক বি আর সরথকে (৪২) ফেরান শফিকুল ইসলাম।
এরপরের তিনটি উইকেটই নেন মেহেদী হাসান। মাধব কৌশিক (২০), অধিনায়ক প্রিয়ম গার্গ (৪) ও ঋত্বিক রয়কে (১৮) ফিরিয়েছেন তিনি।
এরপর বল হাতে ঝলক দেখিয়েছেন অধিনায়ক সাইফ। এ শেঠ (১২) এবং শুভাং হেজকে (৯) প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলঃ সাইফ হাসান (অধিনায়ক), ফারদিন হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরী, আল আমিন, জাকির হাসান, জাকের আলি, আরিফুল হক, তানভির হাসান, শেখ মেহেদি হাসান, মানিক খান, শফিকুল ইসলাম, সুমন খান, রবিউল হক এবং সাব্বির হোসেন।