promotional_ad

পরীক্ষা না দিয়েই জাতীয় দলে বিপ্লব!

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক প্রধান নির্বাচক ফারুখ আহমেদ মনে করেন, জাতীয় দলে জায়গা পেতে তেমন কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয়নি আমিনুল ইসলাম বিপ্লবকে।


এখন পর্যন্ত ১৯টি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন ১৯ বছর বয়সী এই লেগ স্পিনার। যেখানে মাত্র ৩টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে। তিনটি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন মাত্র দুটি। ঘরোয়া ক্রিকেটে তেমন অভিজ্ঞতা নেই, তবুও জাতীয় দলে বিপ্লব!



promotional_ad

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর চাওয়াতেই বিপ্লবকে দলে রাখা হয়েছে। বিপ্লবে প্রতিভা দেখেছেন ডমিঙ্গো, যার প্রমাণ অভিষেক ম্যাচে ১৮ রানে দুই উইকেট নিয়ে দিয়েছেন এই তরুণ।


এবার তরুণ এই ক্রিকেটারকে প্রস্তুত করার দায়িত্ব বোর্ডকে নেয়ার পরামর্শ দিয়েছেন ফারুখ আহমেদ। চট্টগ্রামে বৃহস্পতিবার সাবেক প্রধান নির্বাচক বলেন, 'আমি নিশ্চিত যে ছেলের প্রতিভা আছে সে কয়েক ফরম্যাটে খেলতে পারে। যেমন কালকে একজন লেগ স্পিনারকে দেখেছি। তার কিন্তু সেভাবে কোনো পরীক্ষা দিতে হয়নি। সে প্রতিভাবান, কিন্তু তার প্রতিভাকে আমাদের খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে।'


'তাকে ঘরোয়া ক্রিকেটে সব ম্যাচ খেলাতে হবে, দুর্বল প্রতিপক্ষের সাথে চার দিনের ম্যাচ খেলাতে হবে। এখন তাকে যদি পরের ম্যাচে আমরা দেখি খুব ভালো করল না, এরপর তাকে ফেলে দেই। সে কিন্ত ভালো কিছু করতে পারবে না।' যোগ করেছেন তিনি।



যদিও বিপ্লব মূলত ব্যাটসম্যান হিসেবে খেলেছেন বয়স ভিত্তিক ক্রিকেটে। কিন্ত নেটে তাঁর লেগ স্পিনে মুগ্ধ হয়ে স্পিনার হিসেবে তাঁকে বিবেচনায় নেন প্রধান কোচ ডমিঙ্গো।


এখন বোর্ডের দায়িত্ব অভিষেক এই তরুণ লেগ স্পিনারের পরিচর্যা করা। প্রচুর ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ করে দেয়া। তা না হলে জুবায়ের লিখনের মতো বিপ্লবকেও হারিয়ে ফেলার সম্ভাবনা দেখছেন ফারুখ আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball