টাইগার বোলারদের তোপে বিপর্যয়ে জিম্বাবুয়ে

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মাহমুদউল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরি এবং মুশফিকুর রহিম ও লিটন দাসের আগ্রাসী ব্যাটিংয়ে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সাত উইকেটে ১৭৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ।
টাইগার বোলারদের তোপে বিপর্যয়ে জিম্বাবুয়েঃ

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮ রানের মধ্যেই শীর্ষ তিন উইকেট হারায়। রানের খাতা খোলার আগেই মোহাম্মদ সাইফউদ্দিনের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে আউট হন ব্রেন্ডন টেলর। এরপর রেগিস চাকাভাকে বোল্ড করে ফেরান সাকিব। এরপর শেন উইলিয়ামস ২ রান করে শফিউলের বলে আফিফকে ক্যাচ দিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে,
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ- ১৭৫/৭ (২০ ওভার)
(মাহমুদউল্লাহ ৬২, লিটন ৩৮, মুশফিক ৩২; জার্ভিস ৩/৩২)
জিম্বাবুয়েঃ ১৬/৩ (৪ ওভার)