ব্যথা দমিয়ে রাখতে জানেন পেইন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে ইনজুরি নিয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন এবং পেসার পিটার সিডল। একটি কলামে এমনই লিখেছেন পেইন।
ওভাল টেস্টের শেষের দিকে বৃদ্ধাঙ্গুল ভেঙে যায় অজি অধিনায়কের। তবু মাঠ ছাড়েননি তিনি। যদিও এখন পর্যন্ত তাঁর ইনজুরি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে পেইন মনে করছেন, অনুশীলন ক্যাম্প শুরুর আগেই সেরে উঠবেন তিনি।
২০১০ সালে আঙুল ভাঙার অভিজ্ঞতা রয়েছে পেইনের। তাঁর ডান হাতের তর্জনীতে সে সময় সাতটি সেলাই দিতে হয়েছিল। এমন ঘটনায় তাঁর ক্যারিয়ার নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। এবার আবার আঙুলের চোট নিয়েই টেস্ট পার করে দিলেন পেইন।

পেইন বলেন, ‘কিছুটা সেরে উঠেছি। আমার বৃদ্ধাঙ্গুল ওভাল টেস্টের শেষের দিকে ভেঙে যায় কিন্তু স্থানচ্যুত হয়নি। তাই অনুশীলনের আগেই আমি সেরে উঠব।’
ইনজুরি নিয়ে খেলা সিডলের প্রশংসা করেছেন অজি অধিনায়ক। ওভাল টেস্টের প্রথম দিনই ইনজুরিতে পড়া ডানহাতি এই পেসার শেষ পর্যন্ত বোলিং করেছেন। এমনকি ইংলিশ ব্যাটসম্যান জো ডেনলি এবং জস বাটলারকে আউট করেছেন তিনি।
মূলত সতীর্থদের ওপর থেকে চাপ কমাতে চোট নিয়েও বোলিং করেন সিডল। পেইনের ভাষায়, ‘পিটার প্রথম সকালেই কোমড়ের নিচের অংশে চোট পেয়েছিলেন। বোলিং না করার জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু দল জানে সে কতটা বীরত্বের কাজ করেছে।
ওই ম্যাচে কেউই এমন অবস্থায় বোলিং করত না কিন্তু সে নিজের সঙ্গে জোর করেছে। কারণ জস হ্যাজেলউড এবং প্যাট কামিন্সের ওপর অতিরিক্ত চাপ পড়ুক সে চায়নি। সে একজন যোদ্ধা এবং আমরা তাঁকে অন্তর থেকে এর জন্য ভালবাসি।’
যদিও শেষ পর্যন্ত ম্যাচটি হেরেছে অস্ট্রেলিয়া। অ্যাশেজ ধরে রাখলেও সিরিজ জেতা হয়নি তাদের। ২-২ ব্যবধানে ড্রয়ে শেষ হয়েছে অ্যাশেজ সিরিজ।