জহুর আহমেদে বাংলাদেশ-জিম্বাবুয়ের অভিষেক

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে খুব একটা সাক্ষাত হয় না বাংলাদেশের। সীমিত ওভারের এই ফরম্যাটে ঘরে-বাইরে মিলিয়ে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে মোট ১০বার। যেখানে জয়ের পাল্লা ভারী বাংলাদেশেরই।
চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দেখায়ও জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। সর্বমোট ছয়বার টি-টোয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠে আটবারের দেখায় পাঁচবারই জিতেছে স্বাগতিকরা।

ঘরের প্রতিটি ভেন্যুতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। যদিও এখন পর্যন্ত দুটি ভেন্যু, খুলনার শেখ আবে নাসের স্টেডিয়াম এবং ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছে সাকিব আল হাসান, মুশফিককুর রহিমরা।
এবার প্রথমবারের মতো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। বাকি সব ভেন্যুর মতো এই মাঠেও অভিষেক দেখায় জয় নিতে মুখিয়ে থাকবে স্বাগতিকরা।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের বাজে অবস্থা হলেও জহুর আহমেদে জয়-পরাজয়ে পাল্লা সমান-সমান। এই মাঠে খেলা ৩৪টি টি-টোয়েন্টি খেলা বাংলাদেশের ১৭টি জয়ের বিপরীতে রয়েছে ১৭টি হার।
২০০৬ সালে টি-টোয়েন্টি অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। খুলনায় আয়োজিত ম্যাচটি ৪৩ রানে জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৫ সালে ঢাকায় দেখা হয়েছিল দুই দলের। স্বাগতিকরা ম্যাচটি জিতেছিল ৪ উইকেটের ব্যবধানে। এর মাঝে ২০১৩ সালে জিম্বাবুয়েতে দুটি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করতে জহুর আহমেদেও জিততে চাইবে সাকিববাহিনী। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৬টায় শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি।