শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন সৌম্য-মিরাজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। চলমান সিরিজে জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছেন তিনি। বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়া এই ব্যাটসম্যানকে এবার পাঠানো হচ্ছে 'এ' দলের হয়ে শ্রীলঙ্কা সফরে।
ব্যাট হাতে খারাপ সময় কাটাচ্ছেন সৌম্য। জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৪ রান এবং আফগানিস্তানের বিপক্ষে ০ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। শুধু এই সিরিজেই নয়, ব্যাট হাতে টি-টোয়েন্টিতে বেশ কয়েকটি ম্যাচে রান পাচ্ছেন না তিনি।

গত দশটি টি-টোয়েন্টি ইনিংসে মাত্র ৮৭ রান করেছেন সৌম্য। যেখানে দুই অংকের ঘরে গিয়েছেন তিনবার। এই দশ ইনিংসে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস ৩২। ফর্মহীনতায় দিন পার করা সৌম্যকে ছন্দে ফিরিয়ে আনতে 'এ' দলের সঙ্গে পাঠানো হচ্ছে।
সৌম্যর সঙ্গে 'এ' দলের শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকলেও চলমান টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি মিরাজকে।
শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ এবং দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ 'এ' দল। আগামী ১৮ সেপ্টেম্বর (বুধবার) শ্রীলঙ্কা সফরে যাবে দলটি।