সমালোচনা নয়, সমর্থন চান সাকিব
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ হেরেছে বাংলাদেশ। এরপর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম দেখায়ও পরাজয়ের মুখ দেখতে হয়েছে স্বাগতিকদের। ক্রিকেটে অভিজ্ঞ দল হয়েও আফগানদের বিপক্ষে বারবার পরাজয় সমালোচনার জন্ম দেবে এটাই স্বাভাবিক। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও মেনে নিচ্ছেন সেটা। কিন্তু এই মুহূর্তে সমালোচনার চেয়ে সবাই একত্রে দলকে সমর্থন করাকে বেশি জরুরী মনে করছেন তিনি।
দল নির্বাচন কিংবা মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্স কিছুই সন্তুষ্ট করছে দেশের ক্রিকেট পাড়াকে, ভালোই জানা সাকিবের। তবুও আপাতত এই নিয়ে না ভেবে দলের পাশে সকলকে চাইছেন দলপতি সাকিব।

এ প্রসঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবের বক্তব্য, 'দেখুন স্বাভাবিকভাবে যখন দল নির্বাচন করা হয় তখন সবাই বিশ্বাস করে খেলোয়াড়রা দলের জন্য অবদান রাখবে। অনেক সময় হয়, অনেক সময় হয় না। আর না হলে সমালোচনা হবে এটাই স্বাভাবিক। আমাদের উচিত সবাই সবাইকে সাহায্য করা। যেহেতু সামনে আরও দুইটা ম্যাচ আছে। জিতলে ফাইনাল আছে।'
'এই সময় এগুলা নিয়ে চিন্তা করা আসলে ঠিক হবে না। এই টুর্নামেন্ট যদি শেষ হয়, আমরা যদি ভালোভাবে শেষও করতে পারি তাহলে আমাদের লক্ষ্য থাকবে এই সব নিয়ে আলোচনা করে সামনের দিকে যেন ভালো কিছু করা যায় সেটার চেষ্টা করা।' যোগ করেছেন তিনি।
১৬৫ রানের লক্ষ্যে ১৩৯ রানেই গুঁটিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। ২৫ রানের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা। আফগান ভীতি যেন গিলে খাচ্ছে বাংলাদেশকে।
এর আগে শ্রীলঙ্কা সফরেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। দলের এই দুঃসময়ে সকলের সমর্থন চেয়েছেন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিও। প্রোটিয়া এই কোচ বলেছেন, 'ক্রিকেটারদের সাহস দিতে হবে, তারা যদি কাল হারে বা তার পরের ম্যাচে হারে, হয়তো এর পরের ম্যাচে জিতবে। তারা হারার জন্য মাঠে নামে না। শতভাগ ইতিবাচক এবং ভয়ডরহীন ক্রিকেট খেলার জন্য মাঠে নামে বাংলাদেশ।'
টানা পরাজয়ের পরও সকলের কাছ থেকে সমর্থন চাইছেন বাংলাদেশের কোচ অধিনায়ক।