ক্যারিয়ার সেরা বোলিংয়ে সাইফউদ্দিন

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। চার ওভার হাত ঘুরিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন ডানহাতি এই পেসার। যেখানে তাঁর খরচা ৩৩ রান। টি-টোয়েন্টিতে এটাই সাইফউদ্দিনের ক্যারিয়ার সেরা বোলিং।
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৩ রানে ২ উইকেট নিয়েছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। যা এতোদিন তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা বোলিং ছিল।

ইনিংসের প্রথম বলেই অসাধারণ এক আউট সুইংয়ে আফগান ওপেনার রহমতউল্লাহ গুরবারজকে বোল্ড করেন সাইফউদ্দিন। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসে তিনে নামা নাজিব তারাকাইকে সাব্বির রহমানের হাতে ক্যাচ বানিয়ে ফেরান ডানহাতি এই পেসার।
দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে নিজের তৃতীয় ওভারে দুই উইকেট তুলে নেন সাইফউদ্দিন। ৩৭ বলে ৪০ রান করা অভিজ্ঞ ব্যাটসম্যান আজগর আফগানকে ওভারের দ্বিতীয় বলে ফেরানোর পর পঞ্চম বলে গুলবাদিন নাইবকে বোল্ড করেন তরুণ এই অলরাউন্ডার।
চতুর্থ ওভারে এসে উইকেট শূন্য ছিলেন সাইফউদ্দিন। কিছুটা খরুচেও ছিলেন এই ওভারে। নিজের শেষ ওভারে ১৭ রান দিয়েছেন ডানহাতি এই পেসার।