নবির ঝড়ে ভালো শুরুর স্বস্তি উধাও

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুরের হোম অফ ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ এবং আফগানিস্তান। ইতোমধ্যে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে রশিদ খানের দল।
নবির বিধ্বংসী ইনিংসঃ আফগানিস্তান দলের হয়ে এদিন একাই লড়াই চালিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ নবি। বাংলাদেশের বোলারদের পাত্তা না দিয়ে বেধড়ক পিটিয়েছেন এই ব্যাটসম্যান। তার ৫৪ বলে ৮৪ রানের ইপরাজিত ইনিংসের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রানের পুঁজি পায় আফগানিস্তান। শেষ ১০ ওভার ১০৪ রান স্কোরবোর্ডে যোগ করে আফগানরা, শেষ ৩ ওভারে নিয়েছে ৪৩ রান।
সাইফউদ্দিনের চার উইকেটঃ নো বলে জীবন পেয়ে সেটাকে কাজে লাগাতে পারেননি আজগর। দুই ওভার পরই মোহাম্মদ সাইফউদ্দিনের বলকে উড়িয়ে মারতে গিয়ে সাব্বির রহমানের হাতে ক্যাচ আউট হন এই ব্যাটসম্যান। তার ব্যাট থেকে আসে ৩৭ বলে ৪০ রান। এই নিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সাইফউদ্দিন। একই ওভারে গুলবাদিন নাইবের স্টাম্প ভেঙে দেন এই পেসার।

তাইজুলের নো বলঃ ৪ উইকেট জারিয়ে বসা আফগানিস্তানের পক্ষে জুটি গড়েছিলেন আজগর আফগান এবং মোহাম্মদ নবি। তাদের ব্যাটে দলীয় ১০০ রানের দিকে হাঁটছিল রশিদ খানের দল। সে সময় তাদের জুটিতে বাঁধা হয়ে দাঁড়াতে নিয়েছিলেন স্পিনার তাইজুল ইসলাম। আজগর আফগানকে ডিপ মিড উইকেট অঞ্চলে ক্যাচ আউট করেছিলেন তিনি। কিন্তু নো বল হওয়ার জীবন পান এই ব্যাটসম্যান।
সাকিবের দ্বিতীয়ঃ ১৯ রানে ৩ উইকেট হারানো আফগানিস্তান নাজিবুউল্লাহ জাদরান এবং আজগর আফগানের ব্যাটে ম্যাচে ফেরার চেষ্টায় ছিল। কিন্তু তাদের এই চেষ্টায় বাঁধা হয়ে দাঁড়ান অধিনায়ক সাকিব আল হাসান। আর্ম বলে বাঁহাতি এই ব্যাটসম্যানকে মাত্র ৫ রানে সৌম্য সরকারের হাতে তালুবন্দি করে বিদায় করেন বাংলাদেশ অধিনায়ক।
সাইফউদ্দিনের দ্বিতীয়ঃ প্রথম দুই ওভারে দুই উইকেট তুলে নেয়ার পর ইনিংসের তৃতীয় ওভারে ফের আঘাত হেনেছেন সাইফউদ্দিন। ডানহাতি এই পেসারের বাউন্সারে বাউন্ডারির বাইরে পাঠাতে গিয়ে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাজিব তারাকাই।
সাকিবের প্রথমঃ সাইফউদ্দিনের পর নিজের প্রথম ওভারে উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইকে ১ রানে বিদায় করেন তিনি। মিড উইকেটে লিটন দাসের হাতে তালুনবন্দি হন আফগান এই বিধ্বংসী ওপেনার।
প্রথম বলেই সাইফউদ্দিনের আঘাতঃ টসে হেরে বোলিং করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। ইনিংসের প্রথম বলে আফগান ওপেনার রহমতউল্লাহ গুরবাজকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন এই ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তানঃ ৬/১৬৪ (২০ ওভার)