রেকর্ডের পাতায় জায়গা করে নিলেন ব্রড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নতুন রেকর্ডে নাম লেখালেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। এক সিরিজে একজন ব্যাটসম্যানকে সবচেয়ে বেশিবার আউট করার রেকর্ড গড়েছেন তিনি। যদিও এই রেকর্ডে ষষ্ঠ বোলার হিসেবে নাম লিখিয়েছেন ডানহাতি এই পেসার।
চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকে ৭ বার সাজঘরে ফিরিয়েছেন ব্রড। সিরিজের শেষ টেস্টে ১১ রান করা ওয়ার্না???কে আউট করে এই রেকর্ড গড়েন তিনি।

প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্রডের শিকার হন ওয়ার্নার। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও অজি বাঁহাতি ওপেনারকে ফিরিয়েছেন ব্রড। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংস এবং চতুর্থ টেস্টের দুই ইনিংসেই ওয়ার্নারকে সাজঘরের পথ দেখান ব্রড।
২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজে ইংলিশ ব্যাটসম্যান মঈন আলীকে সাতবার আউট করেছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। তাঁর নামের পাশেও রয়েছে এই রেকর্ড।
১৯৯৭ সালের অ্যাশেজে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটনকে সাতবার আউট করেছিলেন গ্লেন ম্যাকগ্রা। ১৯৮৯ সালের অ্যাশেজে ইংলিশ ব্যাটসম্যান ডেভিড গাওয়ারকে সমসংখ্যকবার আউট করেছেন অজি পেসার জিওফ লসন।
১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যকার সিরিজে ইংলিশ বাঁহাতি ব্যাটসম্যান ট্রেভর গডার্ডকে সাতবার আউট করেন ব্র্যায়ান স্ট্যাথাম। ১৯৩৬ সালে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান জ্যাক সিডলকে সাতবার সাজঘরে ফেরত পাঠান অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিম্যাট।