নবি-নাজিবউল্লাহর ঝড়ের কবলে জিম্বাবুয়ে

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুরের হোম অফ ক্রিকেটে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান। প্রথমে বাট করে নাজিবউল্লাহ জাদরানের হাফ সেঞ্চুরিতে ১৯৭ রানের পুঁজি পায় রশিদ খানের দল।
প্রথমে টসে জিতে রশিদ খানের দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তার আমন্ত্রণে বাট করতে নেমে শুরুটা দারুণ করেন দুই আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই এবং রহমানউল্লাহ গুরবাজ।

পাওয়ার প্লে-তে জিম্বাবুয়ের বোলারদের কোনো প্রকার পাত্তা দেননি তারা। কিন্তু ৫.৪ ওভারে দলীয় ৫৭ রানে টেন্ডাই চাটারার বলে সাজঘরে ফেরেন জাজাই। ১৩ রান আসে তার বাট থেকে। এর খানিক পর ব্যক্তিগত ৪৩ রানে বিদায় নেন গুরবাজও।
শন উইলিয়ামসের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন এই ডানহাতি ব্যাটসম্যান। দলীয় ৮০ এবং ৯০ রানে নাজিব তারাকাই এবং আজগর আফগান বিদায় নিলে কিছুটা দুশ্চিন্তায় পড়ে আফগান শিবির।
কিন্তু সেখান থেকে দলের হাল ধরেন মোহা???্মদ নবি এবং নাজিবউল্লাহ জাদরান। প্রতিপক্ষের বোলারদের বেধড়ক পিটিয়ে দলকে দেড়শ রানের ওপর নিয়ে যান তারা। ২২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন নাজিব। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে থেমে যাননি এই ব্যাটসম্যান।
নিজেদের মধ্যে ১০৭ রানের পুঁজি গড়ে দলকে দুইশোর কাছে নিয়ে যান তারা। শেষ বলে নবি ক্যাচ আউট হওয়ার আগে করেছেন ১৮ বলে ৩৮ রান। নাজিব অপরাজিত থাকেন ৩০ বলে ৬৯ রানে।
এই জুটিতে ৪০ বলে ১০৭ রান যোগ করে এই জুটি। জিম্বাবুয়ের পক্ষে শন উইলিয়ামস এদিন বল হাতে দারুণ ছিলেন। ৪ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।