হঠাৎ ত্রিদেশীয় সিরিজের দলে আবু হায়দার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ম্যাচের জন্য স্কোয়াডে যোগ করা হয়েছে পেসার আবু হায়দার রনিকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের পর স্কোয়াডে একজন বাড়িয়ে সেটা ১৪জন করেছে বিসিবি।

শনিবার বাংলাদেশ দলের সঙ্গে নেটে অনুশীলন করেছেন রনি। নেটে অনেকক্ষন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমকে বোলিং করেন এই পেসার। অনুশীলনে প্রধাণ কোচ রাসেল ডমিঙ্গো এবং বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টও উপস্থিত ছিলেন।
তারা দুজনই রনিকে বেশ নজরে রেখেছিলেন। খুব কাছ থেকে বাঁহাতি এই পেসারকে তদারকি করছিলেন দুজন। এছাড়া ডমিঙ্গো বেশ কয়েকবার রনির বোলিংয়ে মুগ্ধ হয়ে বলেছেন, 'ভালো বোলিং হচ্ছে রনি, এভাবেই করো'।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দেশের হয়ে সর্বশেষ খেলেছিলেন রনি। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে মোট ১৩টি ম্যাচ খেলেছেন এই পেসার।
বাংলাদেশের স্কোয়াডঃ সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত মিশু, আবু হায়দার রনি।