টস ভাগ্যে জয়ী মাসাকাদজা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুরের হোম অফ ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে জিম্বাবুয়ে এবং আফগানিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা ম্যাচটির।
ইতোমধ্যে ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক রশিদ খান/হ্যামিল্টন মাসাকাদজা।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তিন উইকেটে হেরেছে জিম্বাবুয়ে। তাই এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে হ্যামিল্টন মাসাকাদজার দল।

আর এই ম্যাচ নিয়ে টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে মাঠে মাঠে নামছে রশিদ খানের দল। টেস্ট সিরিজ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে আছে আফগানরা।
এই ম্যাচ জিতে ২ পয়েন্ট নিজেদের পকেটে তাই লুফে নিতে চাইবে দলটি। যা আগামীকাল বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে আরও আত্মবিশ্বাস দিবে তাদের।
আফগানিস্তান স্কোয়াডঃ
রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবি, হজরতউল্লাহ জাজাই, নাজিব তারাকাই, মুজিব উর রহমান, শরাফউদ্দিন আশরাফ, নাজিবউল্লাহ জাদরান, শহিদউল্লাহ কামাল, করিম জানাত, গুলবাদিন নাইব, ফরিদ আহমেদ, শফিকউল্লাহ শাফাক, ফজল নিয়াজাই, দৌলত জাদরান, নাভিন উল হক, রহমানউল্লাহ গুলবাজ।
জিম্বাবুয়ে স্কোয়াডঃ
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বানি, শেন উইলিয়ামসন, নেভিলে মাদজিভা, টিনোটেন্ডা মুতোম্বোজি, টনি মুনায়েঙ্গা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার এমপোফু, ক্রেইগ এরভিন, ব্রেন্ডন টেইলর, আইসলে এনডিলোভু, টিমিসেন মারুমা, রায়ান বার্ল।