promotional_ad

বাংলাদেশের শত্রু বাংলাদেশইঃ ম্যাকেঞ্জি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাড়তি চাপ নেয়ার কারণে মাঝে মাঝে বাংলাদেশ দল তাদের নিজেদের শত্রু হয়ে যায়। শনিবার বাংলাদেশ দলের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি এমনটাই জানিয়েছেন।


জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে সাকিব আল হাসানের দল। সেই ম্যাচে টাইগারদের জন্য বড় হুমকি আফগান স্পিনাররা।


রশিদ খান-মুজিব উর রহমানদের সামাল দিতে খেলোয়াড়দের বাড়তি চাপ নেয়া থেকে দূরে রাখতে চান ম্যাকেঞ্জি। ক্রিকেটাররা নিজেদের ওপর বিশ্বাস রাখলে সাফল্য এমনি আসবে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার।



promotional_ad

ম্যাকেঞ্জি বলেন, ‘আমি মনে করি মাঝে মাঝে আমরাই আমাদের সব থেকে বাজে শত্রু হয়ে যাই। নিজেদের ওপর অনেক বেশি চাপ নিয়ে ফেলি। নিজেদের ওপর বিশ্বাস রাখাটা খুব জরুরি। 


দলের সবাইকে সবার ওপর আস্থা রাখতে হবে, দর্শক এবং মিডিয়াকেও খেলোয়াড়দের ওপর এই বিশ্বাসটা রাখতে হবে। সময় দিতে হবে, তারা যন্ত্র না, মানুষ।’ 


ঘরের মাঠে আফগানিস্তানের কাছে টেস্ট হেরেছে বাংলাদেশ। তাই টি-টোয়েন্টি ম্যাচে দেখা হওয়ার আগে সর্বোচ্চটা দিয়ে নিজেদের প্রস্তুত করছেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা।


ম্যাকেঞ্জির দাবি, ঘরের মাঠে বাংলাদেশ যেকোনো দলের বিপক্ষে ভালো খেলতে সক্ষম। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ওপেনার মনে প্রাণে বিশ্বাস করেন, যেকোনো দলকে হারানোর ক্ষমতা আছে বাংলাদেদেশের।



ম্যাকেঞ্জি আরও বলেন, ‘আমি যদি ভাবতাম যে আমরা হেরে যাবো, তাহলে আমি এখানে থাকতাম না। আমি মনে করি দর্শকরাও এটা জেনে মাঠে আসতো না। ঘরের মাঠে বাংলাদেশের রেকর্ড অনেক ভালো। রেকর্ডের পাতায় চোখ দিলেই দেখতে পারবেন।’ 


‘যদি এটা না হতো তাহলে তো আমি এখানে কোচিং করাতাম না। আমার বিশ্বাস, আমাদের এখানে যেই খেলতে আসুক, আমরা তাদের হারাতে পারি, আর স্বাগতিক হিসেবে আমাদের জেতা উচিত। আমাদের সেই প্রতিভা আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball