promotional_ad

সিমন্স-পোলার্ডদের ব্যাটে টি-টোয়েন্টির নতুন রেকর্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল ত্রিনবাগো নাইট রাইডার্স। জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে ২৬৭ রান সংগ্রহ করেছে কাইরন পোলার্ডের দল। ২০১৩ সালে আইপিএলে করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর করা ২৬৩ রানের রেকর্ড ভেঙেছে সিপিএলের দলটি।


লেন্ডন সিমন্স, কলিন মুনরো এবং অধিনায়ক পোলার্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে এই রেকর্ড গড়েছে নাইট রাইডার্স। ৮ চার ও ৫ ছক্কায় ৪২ বলে ৮৬ রান করেছেন সিমন্স। মুনরো শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৯৬ রানে। ৫০ বলের ইনিংসে ৬ চার ও ৮ ছক্কা মেরেছেন এই বাঁহাতি।



promotional_ad

অন্য প্রান্তে ১৭ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন পোলার্ড। যেখানে ৪টি চার ও ৩টি ছক্কার মার ছিল তাঁর। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ২ উইকেটের বিনিময়ে ২৬৭ রান তোলে নাইট রাইডার্স।


আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টোয়েন্টিতে এটি তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। চলতি বছরের ফেব্রুয়ারিতে ডারবানে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭৮ রান করে আফগানিস্তান। এটা যেকোনো ধরনের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। গত ৩০ আগস্ট তুরস্কের বিপক্ষে ২৭৮ রান করেছিল চেক প্রজাতন্ত্রও। তবে এটা দুই নম্বরে আছে।  


রেকর্ড রান তাড়া করতে নেমে তালাওয়াসকে স্বপ্ন দেখাচ্ছিলেন ক্রিস গেইল-গ্লেন ফিলিপস। তাঁদের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত লক্ষ্যটা ছোঁয়া হয়নি তালাওয়াসের। ২২৫ রানে থামে গেইলদের ইনিংস। ৪১ রানে জয় পায় পোলার্ডের দল।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball