অ্যাশেজে লজ্জার রেকর্ড ওয়ার্নারের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান অ্যাশেজে খুবই বাজে সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। ব্যাট হাতে একদমই নিষ্প্রভ তিনি। দুই অংকের ঘরে যাওয়া তাঁর জন্য এখন সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।
নয় ইনিংসে ব্যাটিং করে আটবারই আউট হয়েছেন এক অংকের ঘরে। সঙ্গে নিজেকে জড়িয়েছেন অ্যাশেজের লজ্জার রেকর্ডে। অ্যাশেজের এক সিরিজে এতোবার দশের নিচে আউট হওয়া একমাত্র ব্যাটসম্যান এখন ওয়ার্নার।
শুক্রবার সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে আট বলে পাঁচ রান করে আউট হন ওয়ার্নার। জফরা আর্চারের বলে ফেরার সঙ্গে সঙ্গে লজ্জার রেকর্ডটি নিজের করে নেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

এর আগে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন ১৯৯৭ সালের অ্যাশেজে সাতবার দশের কম রানে আউট হয়েছিলেন। সেটা টপকে গেলেন ওয়ার্নার।
নয় ইনিংস ব্যাটিং করা ওয়ার্নার তিন বার শূন্য রানে ফিরেছেন। তাঁর ব্যাট থেকে দশের বেশি রান এসেছে এক ইনিংসেই। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬১ রান করেন এই বাঁহাতি।
প্রথম টেস্টে আউট হয়েছেন ২ ও ৮ রানে, দ্বিতীয় টেস্টে ৩ ও ৫ রানে, তৃতীয় টেস্টে ৬১ ও ০ রানে, চতুর্থ টেস্টের দুই ইনিংসেই ০ রানে আউট হয়েছেন ওয়ার্নার।
ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের বলেই ছয়বার আউট হয়েছেন অজি বাঁহাতি এই ওপেনার। বাকি তিনবার আউট হয়েছেন জফরা আর্চারের বলে। তিনিই বিশ্বের প্রথম ওপেনার যিনি কোনো টেস্ট সিরিজে আটবার এক অংকের ঘর পার করতে ব্যর্থ হলেন।
সব মিলিয়ে এই সিরিজে এখনও পর্যন্ত ৮৪ রান করেছেন ওয়ার্নার। তবে তাঁর ফর্ম খারাপ হলেও চলতি অ্যাশেজে ২-১ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।